আন্তর্জাতিক

বাল্যবিবাহ ঠেকাতে এ কেমন উদ্যোগ বাংলাদেশে !

What kind of initiative to prevent child marriage in Bangladesh!

The Truth OF Bengal: বাল্যবিবাহ ঠেকাতে এবার এক অভাবনীয় উদ্যোগ নিল বাংলাদেশের সরকার। জানা গেছে, এবার ১৬ হাজার দরিদ্র ছাত্রীকে সাইকেল দেবে ওই দেশের সরকার। এছাড়াও, বিনামূল্যে প্রদান করা হবে সাইকেলে হাওয়া ভরার জন্য পাম্পারও। এর ফলে, সরকারের তরফে ব্যয় হতে চলেছে ২৫ কোটি টাকা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রথমবারের জন্য এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার।

অপরদিকে, পিছিয়ে পড়া ছাত্রীদের সাইকেল দেওয়ার বিষয়ে মহিলা অধিদপ্তরের যুক্তি, এর মাধ্যমে কিশোরীদের ক্ষমতায়ন নিশ্চিত হবে। স্কুলে ঝরে পড়ার হার কমে আসবে। ছাত্রীদের যাতায়াত নিরাপদ হবে। একই সঙ্গে ছাত্রীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। প্রতিটি সাইকেলের পেছনে খরচ হবে ১৪ হাজার টাকা। বিনা মূল্যে এসব সাইকেল বিতরণ করা হবে, তবে এর আগে বাছাই করা ছাত্রীদের সাইকেল চালানোর প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হবে।

তবে, এটাও বলা হয়েছে, কোন কোন ছাত্রী এই সাইকেল পাবেন, তা এখনও অবধি চূড়ান্ত করা হয়নি। প্রকল্পটি অনুমোদনের পর তালিকা করা হবে। ছাত্রী বাছাইয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে একটি কমিটি করা হবে। এ কমিটিতে স্কুলের প্রধান শিক্ষককে রাখা হবে। সব মিলিয়ে, বাংলাদেশ সরকারের এই অভিনব উদ্যোগ যে সকলের প্রশংসা কুড়িয়েছে, তা বলাবাহুল্য।

Related Articles