রাজ্যের খবর
“কোচবিহারে সিসিটিভি অফ করে‘ভোট চুরি’ করতে গিয়েছিল বিজেপি” , বিস্ফোরক অভিযোগ মমতার
BJP went to 'steal votes' by turning off CCTV in Cooch Behar, Mamata's explosive allegations

The Truth Of Bengal : ১৯শে এপ্রিল প্রথম দফায় ভোট হয়। ভোট হয়েছিল কোচবিহার,আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। ৩জেলার নির্বাচনে বিজেপির বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।এবার বীরভূমের ভোটের প্রচারে গিয়ে মমতার তোপ,কোচবিহারে ভোট চুরি করতে গিয়েছিল।
সিসিটিভি অফ করে বিজেপি ভোট লুঠ করতে যায়।সেই লুঠেরাদের ধরে ফেলে তৃণমূল কর্মীরা। বিজেপির থেকে বড় চোর আর কেউ নেই।তাই গেরুয়া চুরি-জোচ্চুরির কথা জনসমক্ষে তুলে ধরতে স্লোগান তোলার ডাকও দেন মমতা বন্দ্যোপাধ্যায়।তৃণমূল সুপ্রিমোর বার্তা, অলি গলি মে শোর হ্যা বিজেপি চোর হ্যা,একথা সর্বত্র ছড়িয়ে দিতে হবে।
যারা মানুষের পকেটমারি করে.ভোটের নামে মানুষের অধিকার চুরি করে তাঁদের এবার বড় শিক্ষা দেওয়ার আহ্বানও জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।