কলকাতারাজনীতিরাজ্যের খবর
Trending

বিজেপির ‘জয় শ্রীরাম’ স্লোগানে আলিঙ্গন দেবের , এ কি করলেন তৃণমূল সাংসদ?

Trinamool MP embrace BJP worker

The Truth Of Bengal: অভিনেতা দেব নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গে পৌঁছলেন। মঙ্গলবার সকালে বাগডোগরা বিমানবন্দরের নামেন দেব। দেব যখন বিমানবন্দরের করিডর ছেড়ে বেরিয়ে আসছিলেন সেই সময় কিছু বিজেপি কর্মী তাকে দেখে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন। তখন দেবও গলা মেলান। তারপর দেখা যায় বিমানবন্দরের করিডরে একজনকে জড়িয়ে ধরতে। দেবের এই সৌজন্য দেখে অবাক সেখানে হাজির সকলেই।

সাংবাদিকদের মুখোমুখি হন দেব এবং তিনি বলেন মানুষ যেন তৃণমূলের পক্ষে ভোট দেয়। মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের অনেক উন্নয়ন করেছেন অনেক কাজ করেছে। এবার প্রচারে অনেক ভালো সাড়া পাচ্ছি, বললেন দেব। ২০১৯ এর থেকে এবার অনেক ভালো ফল হবে, সিট বাড়বে, এখন শুধু সময়ের অপেক্ষা। আমি দলের হয়ে চাইবো প্রথম দফার তিনটি সিটই তৃণমূল জিতুক।

দ্বিতীয় দফায় রায়গঞ্জ ও বালুরঘাটে প্রচারেও  চাইবো তৃণমূল জিতুক। মানুষ যাকে চাইবে তাকেই ভোট দিক। অন্যদিকে জয় শ্রী রাম স্লোগান নিয়ে তিনি জানান এটা নিয়ে কোনো সমস্যা নেই, রাম ভগবান।  রাগ অভিমানে নয়, ভালোবাসাতেও কাজ করা যায়। বিভাজন না করে দেশের উন্নয়নের কথা বলেন তিনি। এই নির্বাচন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নির্বাচন। এর পাশাপাশি ঘাটাল কেন্দ্র নিয়ে আত্মবিশ্বাসী তিনি। একমাস বাকি রয়েছে নির্বাচনের মানুষ যাকে বিশ্বাস করবে তাকে ভোট দেবে। হিরনের কথা শুনতেই তিনি বলেন সে যত বেশি বলবে আমার লাভ।

Related Articles