বছরের প্রথম দিনে ভাগীরথীতে স্নান করে জগন্নাথদেব কে পুজো দিলেন বিজেপি প্রার্থী
BJP candidate bathed in Bhagirathi on the first day of the year and worshiped Lord Jagannath

The Truth of Bengal, নদিয়া,মাধব দেবনাথ : আজ শুভ নববর্ষ। বছরের প্রথম দিন সকালে ভাগীরথী নদীতে স্নান করে জগন্নাথ দেবের চরণে পুজো দিয়ে ভোট প্রচারে বেরিয়ে পরলেন নদীয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। রবিবার সকালে তিনি তার বাসভবন থেকে বেরিয়ে সোজা চলে আসেন শান্তিপুরের ভাগীরথী নদীতে স্নান করতে।
সেখানেই সূর্যদেবকে প্রণাম করে শান্তিপুরের অন্যতম ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করেন, এরপর সেখানে বেশ খানিকটা সময় দেবতার আরাধনা করেন তিনি। যদিও সাথে ছিল প্রচুর সংখ্যক বিজেপি কর্মী সমর্থক, এবং নিরাপত্তা ছিল অটো শাটো। বছরের প্রথম দিনে মন্দিরে পূজো দিয়ে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার বলেন, আজ বছরের প্রথম দিন তার লোকসভা কেন্দ্রের প্রত্যেক নাগরিকের মঙ্গল কামনায় তিনি পূজো দিলেন। তবে আজ তিনি কোন রাজনৈতিক বক্তব্য রাখতে নারাজ, শুধু প্রত্যেকের মঙ্গল কামনায় পূজো দিলেন মন্দিরে। তবে বছরের প্রথম দিনে সবার সুখ সমৃদ্ধি ভরে উঠুক এই কামনা করছেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার।