মসনদের লড়াই

Lok Sabha Election 2024 : নির্বাচনের আগে দলত্যাগের হিড়িক বাড়ছে রাজ্যজুড়ে

Lok Sabha Election 2024 : Ahead of the elections, the call for defection is increasing across the state

The Truth Of Bengal : মালদা:-  সামনেই লোকসভা নির্বাচন আর তার আগেই বড় জয় তৃণমূল কংগ্রেসের। শালাইডাঙ্গা গ্রামে থেকে সিপিএম, কংগ্রেস, বিজেপি থেকে আনুমানিক প্রায় ছয়শো সাধারণ ভোটার তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ধরে যোগদান করেন।

গাজোল ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসে যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সাগরিকা সরকার, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজকুমার সরকার, সুশীল রায়, বিশিষ্ট সমাজ সেবী আশরাফুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন গাজোল ব্লকের সকল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।

এই যোগদান কর্মসূচিতে আশরাফুল আনসারী নামে এক কংগ্রেস নেতা প্রায় ৬ শত কর্মী সমর্থক নিয়ে  তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এরপর আশরাফুল আনসারীর এহেন কর্মকাণ্ডের জন্য তাঁকে রাতুল গ্রামের তৃণমূল কংগ্রেসের বুথের সভাপতির পদ দেওয়া হয়। লোকসভা নির্বাচনের আগে এই যোগদান কর্মসূচিতে কিছুটা হলেও অক্সিজেন যোগাল শাসক দলের এমনটাই মনে করছেন অনেকে।

Related Articles