স্টোনম্যানের কায়দায় পাথর দিয়ে যুবককে থেঁ*তলে খু*ন বউবাজারে
A young man was killed in Bowbazar after being stoned like a stoneman

The Truth Of Bengal : বউবাজারের ফুটপাথবাসী যুবককে খুন। স্টোনম্যানের কায়দায় পাথর দিয়ে ওই যুবককে থেঁতলে খুন করা হয়। নিহত যুবকের নাম সঞ্জয় মল্লিক। তাঁর বয়স ২৬ বছর। বউবাজার যোগাযোগ ভবন সংলগ্ন এলাকায় ফুটপাথে থাকতেন তিনি। মাদকের ভাগ-বাঁটোয়ারা নিয়ে অশান্তির জেরেই এই খুন বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম সুমিতকুমার সাউ। সে সঞ্জয়ের বন্ধু।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে গাড়িতে করে সুমিত বেশ কয়েকজনকে নিয়ে বউবাজারে সঞ্জয়ের কাছে আসে। তখন ফুটপাথে ঘুমোচ্ছিলেন সঞ্জয়। ঘুমন্ত সঞ্জয়ের মাথায় একটি ভারী পাথর দিয়ে আঘাত করে সুমিত। গুরুতর জখম হন সঞ্জয়। দ্রুত তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। রাতেই পুলিশে লিখিত অভিযোগ দায়ের হলে গ্রেফতার করা হয় অভিযুক্ত সুমিতকুমার সাউকে।
কেন এই খুন? প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সঞ্জয় ও সুমিতের পরিচয় দীর্ঘদিনের। তারা মাদিওক চক্রের সঙ্গে যুক্ত। মাদকের ভাগ-বাঁটোয়ারা নিয়ে দু’জনের মধ্যে অশান্তি শুরু হয়েছিল। সেই অশান্তির জেরেই এই খুন বলে মনে করছে পুলিশ। অভিযুক্ত সুমিতকে জেরা করে পুরো বিষয়টি স্পষ্ট জানতে চাইছে পুলিশ। শহরের প্রকাশ্য থানে এমন খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
FREE ACCESS