দেশ

বিহারে আরায় হোলি স্পেশাল ট্রেনে ভয়াবহ আগুন

Horrible fire in Aray Holi special train in Bihar

The Truth Of Bengal: বিহারে আরায় হোলি স্পেশাল লোকমান্য তিলক স্পেশাল ০১৪০১ ট্রেনে ভয়াবহ আগুন। ঘটনাটি ঘটেছে আরাহর কারিসাথ হল্টে। ঘটনায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে ট্রেন যাত্রীদের মধ্যে। হতাহতের কোনো খবর নেই।

সূত্রের খবর, বিহারে দানাপুর থেকে মুম্বাইগামী হোলি স্পেশাল লোকমান্য তিলক স্পেশাল ০১৪০১ ট্রেনে হঠাৎ রাত ১ টা নাগাদ শর্ট সার্কিট হয় এবং কিছুক্ষণের মধ্যে ট্রেনের এসি বগিতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় যাত্রীরা ট্রেন থেকে ঝাপ মেরে প্রাণ বাঁচায়। এরপর কোনোরকমে আগুন নিয়ন্ত্রনে আসে।

[ আরও পড়ুন ঃ

বিষ্ণুপুরে অনুষ্ঠিত “মল্লগড়ে বাহারী বসন্ত” উৎসবে সামিল হতে ভিড় সাধারন মানুষের

বিষ্ণুপুরে অনুষ্ঠিত “মল্লগড়ে বাহারী বসন্ত” উৎসবে সামিল হতে ভিড় সাধারন মানুষের

]

এই ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনো যাত্রীর হতাহতের খবর মেলেনি। দুর্ঘটনার কারণে ডাউন লাইনে রেল চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে। এ কারণে অনেক ট্রেন ডাইভার্ট করায় যাত্রীরা সমস্যায় পড়েছেন। ভারতীয় রেলের তরফ থেকে কয়েকটি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। দানাপুর হেল্পলাইন নম্বর হল-06115232401, আরাহ হেল্পলাইন নম্বর হল-9341505981 এবং বক্সার হেল্পলাইন নম্বর হল-9341505972।

Related Articles