দেশ

ভিড়ে ঠাসা বাজারে ঢুকে পরলো ট্যাক্সি, তারপর যা ঘটলো!

Unable to control the speed, the taxi entered the market

The Truth of bengal: ভিড়ে ঠাসা বাজারে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে বাজারে  ঢুকে পরলো ট্যাক্সি , আর তার জেড়ে  ১৫ জন মানুষ আহত হয়েছেন। কারো উপর দিয়ে গাড়ি চলে গেছে আবার কেউ সজোড়ে ধাক্কা খেয়েছেন।  এ  ঘটনায় মৃত্যু হয়েছে একজনের ঘটনাটি ঘটেছে। পূর্ব দিল্লির গাজীপুরে চালক মদ্যপ অবস্থায় এই ঘটনা ঘটিয়েছেন।

যদিও বাজারে থাকা স্থানীয় মানুষজন তাকে পুলিশের হাতে তুলে দেন। যিনি মারা গিয়েছেন  তার নাম শ্বেতা । বয়স ২২ । অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়ার পাশাপাশি যারা আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তার মধ্যে সাত জনের অবস্থা আশঙ্কা জনক বলেই জানা গিয়েছে।  সকালে বাজার করতে বেরিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনার সম্মুখীন হতে হবে তা হয়তো ভাবতেও পারেননি।

বাজার করতে আসা মানুষজন আর এই গোটা ঘটনা ধরা পড়ে সিসিটিভিতে সেই সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সামনে এসেছে ভয়ংকর সেই ছবি দেখে  রীতিমতো আতকে উঠছেন সকলে । আর এই ঘটনার ছেড়ে সাময়িকভাবে এলাকায় পরিস্থিতি হাতের বাইরে চলে যায় বিক্ষোভ দেখাতে থাকেন মানুষজন। পুলিশে হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

Related Articles