রাজ্যের খবর

বিষ্ণুপুরে পথ দুর্ঘটনায় মৃত ২, আহত ১

2 dead, 1 injured in two separate road accidents in Bishnupur

The Truth Of Bengal, কৈলাস বিশ্বস, বিষ্ণুপুর, বাঁকুড়া:- ওন্দার বিট অফিসার তন্ময় ভূঁইয়া, বয়স আনুমানিক ৩০ বছর, বিষ্ণুপুরে এসেছিলেন দরকারি কাজে। বিষ্ণুপুর থেকে একটি মোটর বাইক করে বাড়ি ফেরার পথে বিষ্ণুপুর বিড়াই ব্রিজ সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনার কবলে পড়ে।

যদিও কিসের সাথে এই দুর্ঘটনা তা এখনো জানা যায়নি, তবে তন্ময় বাবুকে রাস্তার পাশে বাইক নিয়ে পড়ে থাকতে দেখে বিষ্ণুপুর থানার পুলিশ। তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরই বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আসে বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের একের পর এক আধিকারিকরা। হাসপাতালে আসেন বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের ADFO।

কিভাবে দুর্ঘটনা ঘটলো তা তদন্ত শুরু করেছে পুলিশ । তবে তার সহকর্মীর মৃত্যুতে তিনি সমবেদনা জানান এবং পরিবারের পাশে বনদপ্তর আছেন এমনটাই তিনি জানান।

 

FREE ACCESS

Related Articles