দুই চাকায় ভারতবর্ষের চার ধাম ও ১২ জ্যোতি লিঙ্গের দর্শন দিনকার উপাধ্যায়ের
The vision of the four dhams of India and 12 Jyoti Lingas on two wheels is by Dinkar Upadhyaya, the son of Banga

The Truth Of Bengal, সৌতিক চক্রবর্তী, রামপুরহাটঃ সাইকেল চালিয়ে ভারতবর্ষের চার ধাম ও ১২ জ্যোতি লিঙ্গের দর্শন। চলতি বছরের ১২ জানুয়ারি অযোধ্যার থেকে সাইকেল নিয়ে খালিপায়ে বেরিয়ে পড়েন এক পঁচিশ বছরের যুবক পরিবারের আশীর্বাদ নিয়ে । এখনো পর্যন্ত ওই যুবক ইউপি এমপি রাজস্থান গুজরাট মহারাষ্ট্র তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ কর্ণাটক কেরালা তামিলনাড়ু পন্ডিচেরি উড়িষ্যা পরিদর্শন করেছেন। এই সকল স্থান পরিদর্শন করার পর বীরভূমে পৌঁছায়।
বীরভূম থেকে বৈদ্যনাথ থামের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এখনো পর্যন্ত ১৫ হাজার কিলোমিটার যাত্রা করেছেন সাইকেল চালিয়ে। লাগানো রয়েছে ভারতের জাতীয় পতাকা মহাবীরের ধ্বজা ও নিজের নিত্য প্রয়োজনীয় জিনিস। সারাদিন ব্যাপী সাইকেল চালান আনুমানিক ৭০ থেকে ১০০ কিলোমিটার যেখানেই রাত্রি হয় সেখানেই তিনি নিজের তাবু লাগিয়ে রাত্রি বাস করে। নাম দিনকার উপাধ্যায় বাড়ি অযোধ্যায় বিকাপুর।
পাশাপাশি তিনি সমাজের সকল স্তরের মানুষের উপদেশ দেন যে এক থেকে দুই কিলোমিটার রাস্তা পায়ে হাঁটার জন্য এতে আমাদের শরীর সুস্থ থাকে ও গাড়ি-ঘোড়া ব্যবহার না করায় পরিবেশ দূষণ থেকে রেহাই পায়।
FREE ACCESS