প্রযুক্তি

মেট্রোরেলের লাইন পরীক্ষা করবে কৃত্রিম মেধা প্রযুক্তি

Artificial intelligence technology will test metro rail lines

The Truth Of Bengal, Mou Basu : নজির সৃষ্টি করতে চলেছে বেঙ্গালুরুর নাম্মা মেট্রো। ভারতের মধ্যে প্রথম বার এই বেঙ্গালুরুর নাম্মা মেট্রোর ইয়োলো লাইনে লাইন ঠিকঠাক আছে কিনা তা নজরদারি করতে এআই বা কৃত্রিম মেধা প্রযুক্তি ব্যবহার করা হবে।

নাম্মা মেট্রোর আধিকারিকরা জানিয়েছেন, রেললাইনে কোনো ফাটল থাকলে বা বিদ্যুতের পরিষেবা ব্যাহত হলে সঙ্গে সঙ্গে এআই প্রযুক্তি ট্রেন কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম (টিসিএমএস)-এর মাধ্যমে অপারেশন কন্ট্রোল সেন্টারে সতর্কবার্তা পাঠিয়ে দেবে।

বেঙ্গালুরুর নাম্মা মেট্রোর ইয়োলো লাইনে শুধু এআই প্রযুক্তিই ব্যবহার করা হবে না পাশাপাশি চালকবিহীন মেট্রো চালানোর পরিকল্পনা করা হয়েছে। ২০১৭ সালে শুরু হয় ১৮.৮ কিমি দীর্ঘ বেঙ্গালুরুর নাম্মা মেট্রোর ইয়োলো লাইনে মেট্রো চলাচল। ড্রাইভার লেস টেকনোলজি বা কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল (সিবিটিসি) মাধ্যমে চালকবিহীন মেট্রো চালানো হবে। আর মেট্রোরেলের চালকদের যাত্রীদের সাহায্য করার কাজে লাগানো হবে। ইয়োলো লাইনের পাশাপাশি অন্য লাইনেও এআই প্রযুক্তি ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের।

Free Access

Related Articles