শিক্ষা
Trending

টাকা ফেরত না দেওয়ার জেরে বাইজুসের অফিস থেকে টিভি খুলে নিয়ে গেল চরম ক্ষুব্ধ বাবা-মা,

The extremely angry parents removed the TV from Baijus's office for not returning the money.

The Truth Of Bengal:  লক্ষ্য নিজেদের অর্থ পুনরুদ্ধার করা। আর সেই লক্ষ্যেই এবার বাইজুসের অফিস থেকে টিভি এবং ট্যাবলেট তুলে নিয়ে গেল এক পরিবার। তারই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে রীতিমত ঝড় নেট মহলে। এক রাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন বাইজুসের সম্পর্কে।

ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে , এক পরিবার নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরতের অনুরোধ করেছিল কিন্তু অনেক বাধার সম্মুখীন হয়েছিল। কয়েক সপ্তাহ চেষ্টা করে এবং একটি সমাধানে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পরে, তারা অফিস পৌঁছে যায় এবং সেখানে ইনস্টল করা একটি টিভি খুলে নেয়। অফিসের কর্মচারীদের কাছে তাদের বলতে শোনা গেছে, “ফেরত দেওয়ার সময় এটা নিয়ে নাও।”

 

View this post on Instagram

 

A post shared by lafdavlog (@lafdavlog)

 

স্বাভাবিকভাবেই এই ঘটনা এবং ভিডিওটি শোরগোল ফেলে দিয়েছে ইতিমধ্যেই। প্রশ্ন উঠছে এই সংস্থার পরিষেবা নিয়ে। মূলত, বৃহস্পতিবার সকালেই বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে বাইজুস প্রতিষ্ঠাতার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করে ইডি। দেশের বাইরে কোথাও যেতে পারবেন না বাইজুস প্রতিষ্ঠাতা রবীন্দ্রন । কেন্দ্রীয় সংস্থার তরফে একটি লুক আউট সার্কুলার জারি করা হয়েছে তার বিরূদ্ধে । এর আগেও ইডি একটি লুকআউট সার্কুল জারি করেছিল বাইজু’স- এর প্রতিষ্ঠাতা রবীন্দ্রনের বিরুদ্ধে।আর সেই সার্কুলারে বলা হয়েছিল, রবীন্দ্রনের বিদেশে যাত্রার কোনও আভাস পেলে অভিবাসন কর্তৃপক্ষ তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাবে। তবে ইডি- র নতুন করে জারি করা লুক আউট সার্কুলার অনুসারে, রবীন্দ্রনকে দেশের বাইরে যাওয়া থেকে আটাকানো যাবে।বিদেশি মুদ্রা বিনিয়োগের আইন লঙ্ঘন করার অভিযোগে তদন্ত শুরু হয়েছিল বাইজু’স- এর সিইও রবীন্দ্রনের বিরুদ্ধে। এরই মাঝে এবার বাইজুসের অফিস থেকে টিভি খুলে নেওয়ার ঘটনায় তরজা আর তুঙ্গে উঠলো বলা যায়।

Related Articles