প্রয়াত হলেন কিংবদন্তি বেতার উপস্থাপক আমীন সায়ানি
Legendary radio presenter Amin Sayani passed away

The Truth Of Bengal: প্রয়াত হলেন কিংবদন্তি বেতার উপস্থাপক আমীন সায়ানি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আমীন সায়ানি।
সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই উচ্চ রক্তচাপ, পিঠের ব্যথা এবং অন্যান্য বয়সজনিত সমস্যার কারণে অসুস্থতায় ভুগছিলেন আমীন। আর সেই কারণে হাঁটাচলার জন্য একটা ওয়াকার ব্যবহার করতে হত তাঁকে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ দক্ষিণ মুম্বইয়ে তাঁর নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন আমীন সায়ানি। এরপর তাঁর ছেলে রাজিলই তাঁকে তড়িঘড়ি দক্ষিণ মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা দীর্ঘক্ষণ চেষ্টা চালালেও অবশেষে তারা ব্যার্থ হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কিংবদন্তি বেতার উপস্থাপকের। আমীন সায়ানির মৃতুতে তাঁর গোটা পরিবারসহ বেতার জগতে শোকের ছায়া নেমে এসেছে।
প্রসঙ্গত, আমীন সায়ানি একদিকে ছিলেন কিংবদন্তি বেতার সঞ্চালক এবং অন্যদিকে ছিলেন একজন প্রখ্যাত ঘোষক। তিনি বহু টক- শোয়েব সঞ্চালনাও করেছেন। তাঁর অনুষ্ঠান ‘বিনাকা গীতমালা’ প্রথমে বেতার সিলোনে এবং পরে সর্বভারতীয় বেতারের বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। শুধু তাই নয়, ‘ভূত বাংলা’, ‘তিন দেবীয়াঁ’, ‘কতল’ এই তিনটির মতো আরও একাধিক ছবিতে ঘোষকের ভূমিকাতে কাজ করেছিলেন আমীন সায়ানি।
FREE ACCESS