বিনোদন

যতই চেষ্টা করুন, লাভ কিছুই হবে না! এনা সাহার জিম ভিডিওতে কটাক্ষের বন্যা

 

টলিউড অভিনেত্রী এনা সাহা সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি জিম ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে তাকে বিভিন্ন ব্যায়াম করতে দেখা যাচ্ছে।

অনেক নেটিজেন মন্তব্য করছেন যে এনা যতই জিম করুন না কেন, তিনি কখনোই রোগা হতে পারবেন না। আবার কেউ কেউ বলছেন যে তিনি এত পরিশ্রম করেও অভিনয়ের কাজ পাবেন না। এছাড়াও অনেকে তার জিমের একটি বিস্তারিত ভিডিও দেখতে চান।

এনা সাহা এই নেতিবাচক মন্তব্যগুলোর প্রতি এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে শোনা যাচ্ছে যে চলতি বছরে তার প্রযোজনা সংস্থা থেকে বেশ কিছু ছবি তৈরি হবে। তিনি অনেক পরিচালকের সাথে কথা বলছেন। তবে এখনও পর্যন্ত কোনও চিত্রনাট্য চূড়ান্ত হয়নি।

Related Articles