রাজ্যের খবর

আগুনে পুড়ে ছাই বসতবাড়ি, অসহায় পরিবারের পাশে কাউন্সিলর

Fire in the house

The Truth of Bengal: আগুনে ভষ্মীভূত বসতবাড়ি। বাঁকুড়া জেলা বিষ্ণুপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এক রঙ মিস্ত্রির বাড়িতে হঠাৎ করেই আগুন লেগে যায়। আগুনে ভষ্মীভূত হয়ে যায় ঘরের ভেতরে থাকা সমস্ত আসবাবপত্র থেকে শুরু করে পরিবারের সদস্যদের যাবতীয় ডকুমেন্ট।

অসহায় পরিবার ভেবে কুল পাচ্ছেন না কি করবেন এমত পরিস্থিতিতে, স্থানীয় ও পরিবার সূত্রে খবর মঙ্গলবার সন্ধ্যায়  বাড়িতে জ্বালানো হয় প্রদীপ, অনুমান ওই প্রদীপের শিখা থেকেই কোনোক্রমে ঘরে থাকা দাহ্য পদার্থের আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে ঘর, পরিবারের লোকজনের চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ছুটে আসে আগুন নেভানোর কাজে হাত লাগায়।

পাড়া-প্রতিবেশীর লোকজন, খবর দেওয়া হয় স্থানীয় কাউন্সিলর কে ফোন করে, এবং থানায় ও বিষ্ণুপুর দমকল বিভাগে জানানর সাথে সাথে, তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। এরপর গ্রামবাসীদের এবং দমকল এর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলে ততক্ষণে সমস্ত কিছুর শেষ হয়ে যায়। ঘরে থাকা টাকা পয়সা বিভিন্ন ধরনের আসবাবপত্র এবং পরিবারের সদস্যদের সমস্ত ডকুমেন্ট পুড়ে ছাই হয়ে যায়। এই পরিস্থিতিতে সরকারি সাহায্যের আর্জি জানাচ্ছেন অসহায় পরিবার। এরপর স্থানীয় কাউন্সিলর তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।

Related Articles