
The Truth of Bengal: ইতিহাস গড়লেন ২৬ বছর বয়সী ভারতের টেনিস তারকা সুমিত নাগাল। বিশ্বব়্যাঙ্কিংয়ে ২৭ নম্বরে থাকা টেনিস তারকাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে এল ভারতের সুমিত নাগাল। অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে আলেকজান্ডার বুবলিককে হারিয়ে বিশ্বটেনিসকে চমকে দিলেন ভারতীয় এই টেনিস তারকা। এদিন ২ ঘণ্টা ৩৮ মিনিটের লড়াইয়ে স্ট্রেট সেটে টুর্নামেন্টের ৩১ নম্বর বাছাইকে হারান সুমিত। ম্যাচের ফলাফল ৬-৪, ৬-২, ৭-৬। কোয়ালিফায়িং রাউন্ডে জিতে মূলপর্বে জায়গা করে নেয় সুমিত।
এই প্রথম বিশ্ব ক্রমতালিকায় ৫০ এর মধ্যে থাকা কোনও টেনিস তারকাকে হারান সুমিত নাগাল। ১৯৮৯ সাল অর্থাৎ ৩৫ বছর পর প্রথম কোনও ভারতীয় টেনিস তারকা গ্র্যান্ড স্ল্যামে বাছাই খেলোয়াড়কে হারিয়ে দিলেন। তাঁর আগে এই কীর্তি গড়েছিলেন রমেশ কৃষ্ণণ। সেই সময়কার ক্রমতালিকায় এক নম্বর ম্যাটস উইল্যান্ডারকে হারিয়েছিলেন রমেশ। সেই ম্যাচটিও ছিল অস্ট্রেলিয়ান ওপেনের।
আর এবার গ্র্যান্ডস্লামে র্যাঙ্কিংয়ে থাকা টেনিস তারকাকে হারিয়ে এই নজির গড়লেন অল্পবয়সী টেনিস তারকা সুমিত। সুমিত এই নিয়ে দ্বিতীয়বার গ্র্যান্ডস্লামে প্রথম রাউন্ডের বাধা পেরোলেন। এর আগে ২০২০ যুক্তরাষ্ট্র ওপেনে প্রথম রাউন্ডের বাধা পেরিয়েছিলেন।তবে যেভাবে বিশ্বব়্যাঙ্কিংয়ে ২৭ নম্বরে থাকা টেনিস তারকাকে হারিয়ে যে জয় পেলেন তাতে গর্বিত তার ভক্তমহল থেকে শুরু করে সকল ভারতবাসী। যা সকলেই বলছে বিশ্ব ইতিহাসের পাতায় এই টেনিস তারকার জয় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।