বিনোদন

‘পিলু’ অভিনেত্রী মেঘা দাঁ এবার অভিনয় করবেন পার্শ্ব চরিত্রে, কিছুতেই মানতে পারছেন না অনুরাগীরা

 

‘পিলু’ সিরিয়ালে পিলুর চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নেওয়া মেঘা দাঁ এবার ‘কথা’ সিরিয়ালে অভিনয় করছেন। তবে এতে তিনি প্রধান চরিত্রে নন, বরং পার্শ্বচরিত্রে অভিনয় করছেন। এই খবরটি শুনে তাঁর অনুরাগীরা বেশ হতাশ হয়েছেন।

‘কথা’ সিরিয়ালে নায়কের চরিত্রে অভিনয় করছেন সাহেব ভট্টাচার্য এবং নায়িকার চরিত্রে অভিনয় করছেন সুস্মিতা দে। মেঘা দাঁ সিরিয়লে মাণ্ডবীর চরিত্রে অভিনয় করছেন। এই চরিত্রটি সম্ভবত নেতিবাচক।

মেঘা দাঁ-র অনুরাগীরা তাঁর সোশ্যাল মিডিয়া পাতায় মন্তব্যের মাধ্যমে তাঁদের ক্ষোভ প্রকাশ করেছেন। এক অনুরাগী লিখেছেন, “আপনি প্রধান চরিত্রে অভিনয় করার যোগ্য। কিন্তু কেন আপনি পার্শ্বচরিত্রে অভিনয় করছেন?” আবার আরেক অনুরাগী লিখেছেন, “আপনার অভিনয়ের দক্ষতা দেখে আমরা অবাক। আপনি কেন পার্শ্বচরিত্রে অভিনয় করছেন?” অন্য একজন অনুরাগী লিখেছেন, “সুস্মিতা নয়, কথার চরিত্রে আপনার অভিনয় করা উচিত ছিল।”

মেঘা দাঁ-র অনুরাগীদের ক্ষোভের কারণ হলো, তারা মনে করেন মেঘা দাঁ একজন দক্ষ অভিনেত্রী। তিনি ‘পিলু’ সিরিয়ালে পিলুর চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন। তাই তারা মনে করেন মেঘা দাঁকে অবশ্যই প্রধান চরিত্রে অভিনয় করতে হবে।

Related Articles