বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণাবর্ত! উত্তর থেকে দক্ষিণে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা
Weather Update of West Bengal

The Truth of Bengal: বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে ফের গা ঢাকা দিল শীত। কলকাতায় এক ধাক্কায় এক ডিগ্রি চড়ল পারদ। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আগামীকাল শুক্রবার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণাবর্তের প্রভাবে আগামীকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় শীত অনুভূত হবে কম। হাওয়া অফিসে বলছেন, আগামীকাল শুক্রবার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ বেশি না হলেও, হালকা বৃষ্টিপাত হতে পারে।
উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আগামীকাল শুক্রবার উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং মালদা জেলায় বৃষ্টি হতে পারে। সান্দাকফু-সহ দার্জিলিঙের উঁচু জায়গায় তুষারপাত হতে পারে।
Free Access