ফের নজির রোনাল্ডোর, এ বছর বিশ্বের সর্বোচ্চ গোলদাতা CR7
Ronaldo's example again, Ronaldo is the world's top scorer this year

The Truth OF Bengal: মাঠে নামেন নজির গড়ার জন্য। এর আগেও রেকর্ড গড়েছেন।এবারো তাইই । এবার ইত্তেহাদের বিপক্ষে নজির গড়লেন তিনি ইত্তিহাদের বিপক্ষ নিজের ৫৩তম গোলটি তুলে নিয়ে ২০২৩ সালে বিশ্বের সর্বোচ্চ গোলদাতা হলেন। কেরিয়ারের পড়ন্ত বেলায় এসেও গোলের খিদে তাকে ছুটিয়ে চলেছে ,গোলের জন্য তিনি মাঠে নামেন।
রোনাল্ডো মানে বিস্ময় । তা যেন ফের প্রমাণ করলেন রোনাল্ডো নিজে ই । ২৫ ও ২৩ বছরের টগবগে তরুণকে এখনো ময়দানে হারাতে সক্ষম রোনালদো। সেটাই যেন করে দেখালেন এ তারকা ফুটবলার। সৌদি প্রো লিগে আল ইত্তিহাদের মাঠে আল নাসরের ৫-২ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন রোনাল্ডো । ২০২৩ শেষের আগেই রোনাল্ডো তিনি ফের প্রমাণ করলেন তিনি একাই একশো । এর পাশাপাশি তিনি আরো একটা নজির গড়েছেন । যা আল নাসেরের তরফ থেকে এক্সে পোস্ট করা হয়েছে । আল নাসরের তরফে এক্সে বলা হয়েছে , ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ইত্তিহাদের বিপক্ষ নিজের ৫৩তম গোলটি তুলে নিয়ে ২০২৩ সালে বিশ্বের সর্বোচ্চ গোলদাতা হলেন। সঙ্গে যে ছবি পোস্ট করা হয়েছে সেই ছবিতে দেখা যাচ্ছে রোনাল্ডোর যে জার্সি সেই জার্সিতে এই গোলের সংখ্যা বেড়ে চলেছে। ৫১, ৫২, ৫৩ একের পর এক গোল সংখ্যা তার জার্সিতে ফুটে উঠেছে।
সামনে বড় বড় করে লেখা রয়েছে ২০২৩। চারপাশ দিয়ে যেন আগুন জ্বলছে। আল নাসরেরতরফ থেকেও বোঝানো হলো রোনাল্ডো যেন বিস্ময়। তিনি পাঁচ গোলে ইত্তিহাদেরকে হারায়েছেন। রেকর্ড গড়েছেন সঙ্গে। কেরিয়ারের পড়ন্ত বেলায় এসেও গোলের ক্ষিধে তাকে ছুটিয়ে চলেছে , গোলের জন্য তিনি মাঠে নামেন। মাঠে নামেন নজির গড়ার জন্য । এর আগেও রেকর্ড গড়েছেন।এবার কেরিয়ারের ১২০০ তম ম্যাচ খেললেন রোনাল্ডো। আল নাসেরের বিপক্ষে ম্যাচ ছিল আল রিয়াদের । সেই ম্যাচটাই তার কেরিয়ারের ১২০০ তম ম্যাচ । আর এবার ইত্তেহাদের বিপক্ষে নজির গড়লেন ।
Free Access