দুই বিপক্ষ খেলোয়াড় হলেন এক! প্যাট কামিন্স ও মিচেল স্ট্রার্কের সৌভাতৃত্ব ধরা পড়ল এক্সে
Pat Cummins and Mitchell Starc's fraternity caught on X

The Truth Of Bengal : মহাসমারোহে দুবাইয়ে হয়ে গেছে আইপিএলের নিলাম। সেই নিলামকে ঘিরে যথেষ্ট উন্মাদনা ছিল দর্শকদের মধ্যে। সেই নিলামে সব থেকে বেশি দাম উঠেছে ২৪ দশমিক ২৫ কোটি টাকার । মিচেল স্ট্রার্ককে এই দামে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। তারপরেই দাম উঠেছে প্যাট কামিন্সের । তার দাম উঠেছে ২০.৫০ কোটি টাকায় । তাকে কিনেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। দু’বারের চ্যাম্পিয়ন নাইটদের হাল গত ন’টা আইপিএলে মোটেও ভালো নয়।
২০২১ সালে রানার্স হওয়া ছাড়া সেই অর্থে কিছুই করতে পারেনি বেগুনি জার্সি ধারীরা । যে কারণে এবার মিচেল স্ট্রার্ককে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবার এই দুই দামি খেলোয়ারের ছবি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের তরফ থেকে এক্সে পোস্ট করা হয়েছে। এই দুই দামি খেলোয়ার কে পেয়ে যথেষ্ট খুশি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ । মিচেল এবং স্ট্রার্ক খেলোয়াড় দুজনকে বন্ধু হিসেবে দেখা গেছে এই ভিডিওতে। আইপিএলের দল আলাদা হলেও এই দুই খেলোয়ারকে গেঁথে দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।
সেখানে দেখা যাচ্ছে এক খেলোয়াড় অপর খেলোয়াড়ের কাঁধে হাত দিয়ে রয়েছে । আইপিএল টুর্নামেন্ট চলাকালীন এই দুই খেলোয়াড় একে অপরের প্রতিপক্ষ হয়ে উঠবে। এবং প্রতিপক্ষকে হারানোর মরিয়া চেষ্টা থাকবে এই দুই খেলোয়াড়দের মধ্যে। কিন্তু এখন তাদেরকে একসূত্রে গেঁথে দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কতৃপক্ষ। আলাদা আলাদা দল হলেও তারা আইপিএল টুর্নামেন্টের সদস্য তাও যেন বলতে চেয়েছে আইপিএল কতৃপক্ষ ।
FREE ACCESS