
The Truth of Bengal: ২৫ডিসেম্বর বড়দিনের জন্য সেজে উঠছে সিউড়ি।বড়দিন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।যীশুর জন্মদিনের জন্য চন্দননগরের আলোকসজ্জাও করা হচ্ছে এই সিউড়ি উত্সবে। উত্সবে জনতার উপস্থিতির কথা মাথায় রেখে ক্রাউড ম্যানেজমেন্টে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্দিষ্ট পার্কিং জোনে যাতে গাড়ি রাখা হয় সেজন্য নজর রাখছে পুলিশ। মাঝ-ডিসেম্বরে আরও জাঁকিয়ে বসছে শীত।
আর শীত পড়তেই রাজ্যবাসী উত্সবে মেতে উঠতে তৈরি হচ্ছে।২৫ডিসেম্বর ভগবান যীশুর জন্মদিন,তাই সেই উপলক্ষে বিশ্বের নানা অংশের মতোই এরাজ্যেও নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।যার অঙ্গ হিসেবে সিউড়িতেও বড়দিন উদযাপনের প্রস্তুতি তুঙ্গে।২৫ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আনন্দমুখর অনুষ্ঠানের জন্য চন্দননগর থেকে আনা হয়েছে আলো।বহিরাগত শিল্পীরা আলোকমালায় রঙিন করে তুলবেন শিল্পীরা।
প্রশাসনিক স্তরে প্রস্তুতি এখন তুঙ্গে।পুরপিতা উজ্বল চ্যাটার্জি, সদর শহরকে আলোক মালায় সাজিয়ে তোলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা তুলে ধরেছেন। বীরভূম জেলার বিভিন্ন গির্জাগুলির সাথে সাথে সেজে উঠেছে সিউড়ির অন্যতম প্রাচীন গির্জা, লাল গির্জা। বড়দিনের সকাল থেকেই খ্রিস্টধর্মে দীক্ষিত মানুষেরা এই লাল গির্জায় আসেন। যীশুর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে খ্রিস্ট ধর্মের মানুষেরা গির্জায় এসে প্রার্থনা করেন, যীশুর উদ্দেশ্যে শান্তির বার্তা নিয়ে মোমবাতি প্রজ্বলন করে দিনটি পালন করেন।তাই বড়দিনের জন্য এখন সিউড়িবাসী মেতে উঠতে তৈরি হচ্ছে।