বিনোদন
Trending
প্রয়াত সঙ্গীতশিল্পী অনুপ ঘোষাল, শোকপ্রকাশ রাজ্যের মুখ্যমন্ত্রীর…
Condolences to late musician Anup Ghoshal, state chief minister

The Truth Of Bengal: প্রয়াত বিশিষ্ট সঙ্গীতশিল্পী ডঃ অনুপ ঘোষাল। শুক্রবার কলকাতায় নিজের বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর। তাঁর প্রয়াণের খবর প্রকাশ্যে আসার পরই শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মূলত নজরুলগীতির জন্যই সঙ্গীত জগতে সুনাম কুড়িয়েছিলেন অনুপ ঘোষাল। তবে সত্যজিৎ রায় পরিচালিত ‘গুপী গাইন বাঘা বাইন’, ‘হীরক রাজার দেশে’র মতো ছবিতে গানের সৌজন্যে তাঁর পরিচিতি বড় ক্ষেত্রে ছড়িয়ে পড়ে। এই ছবিগুলিতে গাওয়া তাঁর গানগুলি আজও মানুষের মুখে মুখে ফেরে। এছাড়াও তিনি বাংলা, হিন্দি-সহ নানা ভাষার চলচ্চিত্রে সঙ্গীত পরিবেশন করেছেন।
এর পাশাপাশি তপন সিনহা পরিচালিত ‘সাগিনা মাহাতো’ চলচ্চিত্রে তিনি প্রথমবার সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করেন।উত্তরপাড়া বিধানসভা থেকে ভোটে দাঁড়িয়ে বিধায়ক নির্বাচিত হন তিনি।
Free Access