
The Truth of Bengal: জাহাবক্স বিশ্বাস, জামান আলি ও রহিম বক্স দালাল। তিন ভারতীয়। যারা ছিলেন মুক্তিযোদ্ধা। সীমান্তে গান স্যালুট ফুল ও মিষ্টি দিয়ে ওই তিন ভারতীয় মুক্তিযোদ্ধাকে সম্মানিত করল বিএসএফ। বিএসএফ-এর উদ্যোগে ভারত ও বাংলাদেশ সীমান্তে একাত্তরের যুদ্ধে ব্যবহৃত অস্ত্র প্রদর্শনী হল। গর্বিত সীমান্তের মানুষ। বসিরহাটের স্বরূপনগরের ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের অস্ত্র প্রদর্শনী মুক্তিযোদ্ধাদের সম্মানে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই তিনজনের বাড়ি হাকিমপুর ও তারালি সীমান্তে।
একাত্তরের মুক্তিযুদ্ধের সময় ওই তিনজন রাজাকারদের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তি সেনাদের হয়ে যুদ্ধে লড়াই করেছিলেন। তাই এই বীর ৩ মুক্তিযোদ্ধাকে আজ ১১২ নম্বর নাগা ব্যাটালিয়নের আধিকারিকরা গান সালুট দিয়ে সম্মানিত করলেন। বাংলাদেশ চলতি মাসে ১৬ ডিসেম্বর বিজয় দিবস। সেই দিনটি স্মরণে রেখে ভারত-বাংলাদেশ সীমান্তে রাজ্যব্যাপী একাধিক কর্মসূচি নিয়েছে বিএসএফ। ভারতীয় মুক্তিযোদ্ধারা জানান, একাত্তরের যুদ্ধে লড়াইটা যথেষ্ট কঠিন ছিল। ভারতীয় সেনা মুক্তিযোদ্ধাদের সঙ্গে রাজাকারদের বিরুদ্ধে লড়াইতে নেমেছিল। অস্ত্র টেনিং থেকে শুরু করে সব রকম মানসিক ও শারীরিক দক্ষতার সঙ্গে তাদের ট্রেনিং দিয়ে যুদ্ধ পাঠানো হতো।
মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত অস্ত্র প্রদর্শনী করা হচ্ছে। সাধারণ মানুষের পাশাপাশি ছাত্র-ছাত্রীরাও সেই অস্ত্র দেখার সুযোগ পাচ্ছে। তিন প্রবীণ ভারতীয় মুক্তিযোদ্ধাকে কুর্নিশ জানান ১১২ নম্বর ব্যাটেলিয়ানের আধিকারিক নকুল দেব। দুই বাংলার পাশাপাশি ভৌগোলিক সীমন্তের মানচিত্র প্রায় একই। তাই একাত্তরের মুক্তিযোদ্ধায়দের অবদানের পাশাপাশি সীমান্তের মুক্তিযোদ্ধাদের অবদান এই প্রদর্শনীর মধ্য দিয়ে তুলে ধরা হয়। তিন ভারতীয় মুক্তিযোদ্ধাকে যে ভাবে সম্মানিত করা হল, তাতে খুশি এলাকার লোকজন।