আন্তর্জাতিক

AI মডেল Gemini আনল গুগল

Google AI model Gemini

The Truth of bengal: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে শুরু করেছে। এর ভালো মন্দ দু দিকই আছে আর এবার google এর তরফ থেকে এ আই মডেল আনা হয়েছে । এআই মডেল  জেমিনাইকে তৈরি করা হয়েছে এমন ভাবে যেখানে সমস্ত কিছুর উত্তর দিতে সক্ষম। সুন্দর পিচাই তার এক্স হ্যখন্ডেলে  একটি ভিডিও পোস্ট করেছেন।

সেই ভিডিওতে দেখা যাচ্ছে কাগজের উপর আঁকা হচ্ছে একটি হাঁস সেই হাঁস দেখে এই মডেল  বলে দিচ্ছে এই হাঁস জলে ভাসতে পারবে না।  এই আই মডেলের শরীরে বইছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এই মডেল মানুষকে টেক্কা দিবে পদার্থবিদ্যা অংক থেকে শুরু করে নানা রকম সমাধান খুজতে । মানুষকে টেক্কা দিয়ে সমাধান করবে সবকিছুর । কিছু মহলের মত এআইকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে সুন্দর পিচাইরা।

এরকম নানা বিষয় সঞ্চালক এই মডেলকে জিজ্ঞাসা করেছে হাতের সাহায্যে নানা রকম অঙ্গভঙ্গি করেও জিজ্ঞাসা করেছে সব সঠিক উত্তর দিয়েছে এই এ আই মডেল। তাতে মুগ্ধ নেটিজেনরা। কিন্তু প্রশ্ন হচ্ছে  কবে গুগল  বাজারে নিয়ে  আসবে এই মডেলকে । জানা গেছে ধাপে ধাপে এই মডেল বাজারে আসবে তাতে উন্নত প্রযুক্তিতে কাজ আরো বেশি সহজ হবে।

Related Articles