খেলা
Trending

বিরাট রোহিতরা আইপিএল খেলবেন না ভারতে! কোন দেশে আয়োজন? রয়েছে ধোঁয়াশা

Controversy Over IPL Arrangements

The Truth Of Bengal: ২o২৪  এ আইপিএল কোন দেশে আয়োজিত হবে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা ! কারণ ভারতে রয়েছে নির্বাচন । সেই নির্বাচনের জন্য ভেন্যু যেমন বদলাতে পারে । তেমনি দিনক্ষণ ঘোষিত হবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর।

বিশ্বকাপের পর থেকেই  আইপিএল নিয়ে ভাবনা চিন্তা শুরু  হয়েছে । তবে  ভারতে রয়েছে লোকসভা নির্বাচন।ফলত সূচি প্রকাশে বিলম্ব হতে পারে ।‌ জানা গেছে ,নির্বাচনের দিন ক্ষণ ঘোষণার পরেই ঘোষিত হবে আইপিএলের দিন।সরকারি ঘোষণা এখনো না হ‌লেও আইপিএল ২০২৪-র নিলামের আসর এবার বসবে দেশের বাইরে ; এমনটাই মনে করা হচ্ছে।শুধু তাই নয় নির্বাচনের কারণে এবার আইপিএল টাই হতে পারে দেশের বাইরে । তাছাড়া এবার  আইপিএলে মোটা অংকের বিনিয়োগ করতে চায় সৌদি আরব ।

বিশ্বকাপে জয় লাভ করেনি ভারত , তাই এখন  আইপিএলের দিকে নজর রয়েছে বোর্ডের । প্রতিটি দল এখন নতুন করে দল গোছাতে ব্যস্ত । কেকেআর থেকে চেন্নাই সুপার কিংস । প্রত্যেকেই দল গোছাচ্ছে । তার মাঝেই সুখবর  আইপিএলে  ৫০০ কোটি ডলার বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন সৌদির ক্রাউন প্রিন্স।  এর আগে  সেপ্টেম্বরে প্রিন্স সালমান ভারত সফরের সময় এ বিষয়ে কথা হয় বলে জানিয়েছেন তার একজন উপদেষ্টা। সেই কোম্পানিতে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌদি আরব এবং ইংলিশ প্রিমিয়ার লীগ বা ইউরোপীয় চ্যাম্পিয়ন্স লিগের মতো অন্যান্য দেশে সম্প্রসারণে সহায়তা করবে আইপিএলকে। তবে আইপিএলে এবার অর্থাৎ ২০২৪ এ পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে ।

দুবাইতে এবার আইপিএলের নিলামের  হওয়ার সম্ভাবনা  রয়েছে।  BCCI ডিসেম্বরের মধ্যেই তা আয়োজন করতে পারে। আইপিএল ২০২৪ মার্চের তৃতীয় সপ্তাহ থেকে মে মাসের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। এখন অপেক্ষা নির্বাচনের দিন ক্ষণের । সেই দিন ক্ষণ ঘোষিত হলেই আইপিএলের সূচি ঘোষিত হবে । ২০০৮ সালে শুরু হয়েছিল আইপিএল। তার পর থেকে দিনে দিনে বেড়েছে এই ক্রিকেট লিগের জনপ্রিয়তা।

Free Access

Related Articles