
The Truth of Bengal: টানা ১০ ম্যাচে জয় সত্ত্বেও ফাই নালে হার। সেকারণে অধরা বিশ্বকাপ। এই টুর্নামেন্টে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া ষষ্ঠবারের মতো চাম্পিয়ন হয়েছে। এরপরেই এবার আইসিসির যে নতুন র্যাঙ্কিং তা জানা গেছে । বিশ্বকাপ অধরা থাকলেও তালিকায় চমক রয়েছে । যেখানে জায়গা পেয়েছে বিরাট কোহলি থেকে শুরু করে গিল ।
ব্যাটিং তালিকায় বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করেছে বিরাট। সেকারণে তার নাম উঠে এসেছে। পরাস্ত হলেও বিরাট আমজনতার কাছে প্রিয় ক্রিকেটার । আইসিসির একদিনের ব্যাটিং তালিকায় সেরা ৫-এ ৩ জন ভারতীয় জায়গা করে নিয়েছেন। কাপ অজিদের ঘরে গেলেও ভারতীয় তিন ক্রিকেটারের নাম থাকায় উচ্ছ্বসিত দেশ বাসী। ব্যাটিং তালিকায় ১ নম্বরে আছেন শুভমান গিল। দ্বিতীয় স্থানে কোন ভারতীয় খেলোয়াড় নেই । আছে পাকিস্তানের বাবর আজম।
তৃতীয় স্থানে বিরাট কোহলি। শুধু ব্যআটইং নয় বোলিং এও দাপট ভারতীয় দের। ক্রিকেটের বোলিং তালিকাতেও ১ থেকে ১০-এর মধ্যে ৪ জন ক্রিকেটার জায়গা করে নিয়েছেন। এই তালিকায় রয়েছেন মহম্মদ সিরাজ জাসপ্রিত বুমরাহ। ৩ নম্বরে আছেন মহম্মদ সিরাজ। ৪ নম্বরে জায়গা করে নিয়েছেন জাসপ্রিত বুমরাহ। ১০ নম্বরে এই বছর বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী মহম্মদ শামি জায়গা করে নিয়েছেন।ব্যাটিং-বোলিং দুটি ক্রমতালিকাতে ভারতীয়দেরই জয়জয়কার।