সূর্যকে ফাঁসাতে হাসপাতালে ভর্তি হলো মিশকা! সব সত্যি জানতে পেরে রাগে ফুঁসছে সূর্য

স্টার জলসার অন্যতম ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া। দীপা তাদেরকে জানাই মিশকা সাধের থালা সে নিজের সাজাবে আবার মিশর জন্য পুরো বাড়ি ফুল দিয়ে সাজানো হচ্ছে। ঠিক তখনই বাড়ির কেয়ারটেকার এসে চোর চোর বলে চিৎকার করতে থাকে। জয় এবং দীপার বোন এসে জানায় মিশকাকে এটাও একটা বড় অপরাধ।
সূর্য দীপা ও তার দুই মেয়ে সোনা রুপা সমস্ত ব্যাগ গুছিয়ে রওনা দিতে যাবে ঠিক এমন সময় মিশকা ওপর থেকে দাঁড়িয়ে সমস্তটা দেখছে। কি এমন প্ল্যান করতে চলেছে মিশকা সূর্যকে আটকানোর জন্য।সূর্য দীপা ও তার দুই সন্তানকে নিয়ে বিদেশ চলে যেতে চাইছিল। কিন্তু লাবণ্য এবং দীপা তারা কেউই চাইছে না একজন বাবার থেকে সন্তানকে আলাদা করে রাখতে। কিন্তু সূর্য কিছুতেই বোঝাতে পারছে না যে সে আসল বাবা নয় মিশকার সন্তানের।
সূর্য ওরা চলে যাচ্ছে দেখে মিশকা পাগলের মতন করছে। মিশকা চাইছে সূর্যর কাছে যেতে, যাকে ওকে আটকানো যায় কিন্তু বাড়ির সকলেই কিছুতেই মিস কাকে বাড়ির বাইরে বেরোতে দিচ্ছে না। সকলেই বোঝাচ্ছে সে এখন মা হতে চলেছে তাই তার ভালোভাবে থাকাটা খুব জরুরী।