দেশ

যোগীরাজ্যে গণধর্ষ*ণ! হোমস্টের মধ্যে মহিলাকে টেনে হিঁচড়ে ঘরে নিয়ে গেল কর্মীরাই

Women Assault in UP

The Truth of Bengal: যোগীরাজ্যে ফের ধর্ষ*ণের ঘটনা। এক মহিলাকে গণধর্ষ*ণ করলেন হোমস্টের কয়েকজন কর্মচারীরা। ঘটনাস্থল উত্তরপ্রদেশের আগ্রা। এই অভিযোগে রবিবার পাঁচজনকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ। জানা যাচ্ছে, মহিলাকে মদ খাইয়ে হোমস্টের কর্মীরা লাগাতার ধর্ষ*ণ করেন। পুলিশ সূত্রের খবর, তাঁরা শনিবার গভীর রাতে নির্যাতিতা মহিলা হোমস্টের থেকে ফোন করে অভিযোগ জানিয়েছিলেন।

আগ্রা সদরের পুলিশের সহকারী কমিশনার অর্চনা সিং জানিয়েছেন, ‘সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে এক মহিলার সঙ্গে দুর্ব্যবহার করছিলেন কয়েকজন যুবক। মেয়েটি কান্নাকাটি করে সাহায্য চাইছিলেন। এরপর শনিবার রাতে, তাজগঞ্জ পুলিশ একটি ফোন পায়। মহিলার অভিযোগের ভিত্তিতে স্থানীয় রিচ হোমস্টেতে অভিযান চালানো হয়। সেখানে এক মহিলা সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে নির্যাতিতাকেও উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে’। শনিবার রাত ২টো নাগাদ এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, মেয়েটির আওয়াজ শুনে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে। এই ভিডিয়োটিও একই সময়ের।

পুরো বিষয়টি তাজগঞ্জ থানায় অবস্থিত রিচ হোম স্টে হোটেলের। নির্যাতিতা মেয়েটি জানায়, তিনি হোটেলে থাকছিলেন। হোটেল মালিক ও কয়েকজন তাঁর আপত্তিকর ভিডিয়ো তোলে। এর ভিত্তিতে তারা ব্ল্যাকমেল করত। এই লোকেরা তাকে মদ খেতে বাধ্য করে এবং তারপর তাকে গণধর্ষণ করে। চিৎকার শুনে কয়েকজন সেখানে পৌঁছান। রবি, জিতেন্দ্র, মণীশ-সহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মেয়েটি। ঘটনাস্থলে পৌঁছানো লোকজনের তৈরি করা ভিডিয়োতে মেয়েটি তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বর্ণনা করছে।

Free Access

Related Articles