
The Truth of Bengal: কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে এবার ইডি-র চিঠির উত্তর দিল এসএসকেএম কর্তৃপক্ষ। SSKM সূত্রের খবর, হাসপাতালের তরফে জানানো হয়েছে, সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হচ্ছে। সিদ্ধান্ত নেবেন বেশ কিছু বিশেষজ্ঞ চিকিৎসকরাই, জানানো হয়েছে এসএসকেএম-এর তরফ থেকে। এক্ষেত্রে সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থাকেই অগ্রাধিকার দেওয়া হবে বলে ইডি-কে জানানো হয়েছে। ইডি ‘র আধিকারিকদের দাবি, এটা এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ এড়িয়ে যাওয়ার প্রবণতা। এসএসকেএম কর্তৃপক্ষ সহযোগিতা না করলে, আদালতের দ্বারস্থ হওয়ার ভাবনা ইডি ‘র।গত কয়েক মাস ধরেই কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা নেওয়ার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা।
ইডি-র তরফে দাবি করা হচ্ছে, তারা যখন হাসপাতালে গিয়েছিল, তখন এসএসকেএম হাসপাতালের তরফে দাবি করা হয় সুজয় কৃষ্ণ ভদ্র অসুস্থ। এখন তিনি মানসিকভাবে সুস্থ নন জানান হাসপাতাল কর্তৃপক্ষ। সেদিন কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর খালি হাতে ফিরে আসতে হয় ফরেন্সিক বিশেষজ্ঞ এবং ইডি আধিকারিকদের।তিন দিন আগে আবার খবর পাওয়া যায়, ইডি আধিকারিকরা আবার এসএসকেএম হাসপাতালকে চিঠি পাঠিয়েছেন, সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা তাঁরা নিতে চান। দ্রুত একটা তারিখ দেওয়া হোক।সূত্রের খবর, ইডির সেই মেলের উত্তর দিয়েছে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। উত্তরে হাসপাতালের তরফে জানানো হয়েছে, একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সেই মেডিক্যাল বোর্ড মেডিক্যাল টেস্ট করে ঠিক করবে কোন দিন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা নেওয়া সম্ভব হবে।
মূলত বাইপাস সার্জারির ২ মাস পার হয় গিয়েছে। এখনও এসএসকেএম ‘ই কালীঘাটের কাঁকু। ইডি সূত্রের খবর, হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছে, প্রয়োজনে মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের দিয়ে সুজয়কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে দ্রুত জানানোর কথা, কবে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা যাবে।মূলত এসএসকেএম হাসপাতালে সুজয়কৃষ্ণ ভদ্র ভর্তি থাকায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারছে না ইডি। বেসরকারি হাসপাতাল ছেড়ে দিলেও কেন এতদিন এসএসকেএমে সুজয়কৃষ্ণ? কী চিকিৎসা চলছে? কী ওষুধ দেওয়া হচ্ছে ? সুপারের কাছে জানতে চেয়ে বয়ান রেকর্ড করেছিল ইডি। ফের হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় এজেন্সি ইডি।