কলকাতা

বিজেপি ছেড়ে, তৃণমূলে অভিনেত্রী রিমঝিম মিত্র, অভিষেকের ধর্না মঞ্চেই যোগ

রিমঝিম দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশও করেছিলেন

The Truth of Bengal: রাজভবনের সামনে চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্না, বিক্ষোভ। রবিবার চতুর্থ দিনেই দেখা গেল এক চমক। বিজেপি ছেড়ে এই মঞ্চেই তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী রিমঝিম মিত্র। ১০০ দিনের কাজসহ বকেয়া পাওনার দাবি গলা ছেড়ে দাবি জানালেন তিনি।

২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে এক ঝাঁক টলিউডের তারকাকে দেখা গিয়েছিল বিজেপিতে যোগ দিতে। তাঁদের মধ্যে ছিলেন, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল চক্রবর্তী, পার্নো মিত্র, অনিন্দ্য ব্যানার্জি, অঞ্জনা মিত্র, রিমঝিম মিত্র। কিন্তু ফলপ্রকাশের পর থেকেই গেরুয়া শিবির থেকে ধীরে ধীরে দূরত্ব বাড়িয়েছেন বহু টলি তারকা। এবার সেই খাতায় নাম লেখালেন রিমঝিম মিত্র। যদিও রাজভবনের সামনে চলতে থাকা অভিষেকের ধর্নামঞ্চে গিয়ে যোগ দিলেন। যা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিকমহল।

রাজনৈতিকমহলের মত, রিমঝিমের এই দলবদলের সিদ্ধান্ত আচমাই হয়নি, আসলে বিজেপি থেকে দূরত্ব তৈরি হয়েছিল দু বছর আগে। ২০২১ সালে তৃণমূলকংগ্রেস ফের ক্ষমতায় ফেরার পরেই, প্রক্ষাপট বদলায়। তাঁকে প্রথম দেখা যায়, মদন মিত্রের লাইভে। সেই সময় রিমঝিম দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশও করেছিলেন। তিনি বার্তা দিয়েছিলেন, দলের মদ্যে তেমন ভাবে গুরুত্ব ও সম্মান পাচ্ছে না।

রবিবার অভিষেকের ধর্না মঞ্চে তিনি সাফ জানালেন,  বিবেকের ডাকে তিনি এই মঞ্চে এসেছেন। নাম না করে রাজ্য বিজেপির শীর্ষনেতৃত্বের দিকে আঙুলও তুলেছেন তিনি। রিমঝিমের প্রশ্ন, বিজেপি কার নেতৃত্বে কাজ করবে? সুকান্ত, দিলীপ ও শুভেন্দুর নেতৃত্ব আগে ঠিক করুক। তাঁর অভিযোগ, তাঁকে বিজেপি থেকে ব্যক্তিগত আক্রমণ করতে বলা হত। তৃণমূল নেতৃত্ব অনুমতি দিলে, তাহলে যোগ দিয়ে কাজ করতে চান তিনি।

Related Articles