রাজ্যের খবর

নতুন রূপে সেজে উঠছে চাকলাধামের লোকনাথ মন্দির, জানালেন জ্যোতিপ্রিয়

ভক্তদের সুবিধার্থে এই মন্দির চত্বর সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, সূত্রের খবর, পিডব্লুডি মন্দিরে যাওয়ার রাস্তা সংস্কার করছে।

The Truth of Bengal: বাংলায় পর্যটনে গতি আনতে একাধিক পদক্ষেপ করেছে রাজ্যসরকার। এবার চাকলাধামের জনপ্রিয় লোকনাথবাবা মন্দির সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, মন্দিরচত্বরের সংস্কার করবে উত্তর ২৪ পরগনার জেলা পরিষদ।

কথিত আছে লোকনাথ ব্রহ্মচারীর জন্ম হয়েছিল ৬ আগস্ট, ১৭৩০ সালে। তিনি ১৬০ বছর বেঁচে ছিলেন বলে অনেকেই মনে করেন। একটা সূত্র দাবি করে তাঁর জন্ম হয়েছিল কচুয়াতে। আবার অন্য অংশ মনে করেন তিনি জন্মগ্রহণ করেছিলেন চাকলাধামে। তাঁর স্মরণে, ৫০ বছর আগে চাকলাধামে নির্মাণ হয়েছে বিশাল মন্দির। লোকনাথ ব্রহ্মচারীর পারিবারিক নাম ছিল লোকনাথ ঘোষাল। মায়ের নাম ছিল কমলাদেবী। বাবার নাম রামনারায়ণ ঘোষাল। চাকলায় লোকনাথ ব্রহ্মচারীর মন্দির চত্বরেই মন্দিরের উলটো দিকে রয়েছে যজ্ঞস্থান। সেখানে বিবাহ সম্পন্ন হয়।

প্রতিবছর লোকনাথবাবা জন্মতিথিতে বিপুল ভক্ত সমাগম হয় চাকলাতে। ভক্তদের সুবিধার্থে এই মন্দির চত্বর সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্রের খবর, পিডব্লুডি মন্দিরে যাওয়ার রাস্তা সংস্কার করছে। আগামী ডিসেম্বরে চাকলা মন্দিরের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান। তার আগে মন্দিরকে সাজাবে জেলা পরিষদ। প্রশ্ন উঠছে, ২০২৪-এর ভোটকে সামনে রেখেই কি এই উদ্যোগ? জ্যোতিপ্রিয় মল্লিকের জবাব, নির্বাচন দেখে এই সরকার কাজ করে না। বারো মাসই উন্নয়নের কাজ চলে।

সোমবার জেলা শাসকের দফতরে এক বৈঠক হয়। সেখানে জ্যোতিপ্রিয় ছাড়াও ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, তাপস রায়, নির্মল ঘোষ-সহ একাধিক নেতৃত্ব। জেলাশাসক, পুলিশ সুপার-সহ একাধিক আধিকারিকও ছিলেন এই বৈঠকে।

এ প্রসঙ্গে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, চাকলায় কিছু উন্নয়নের কাজ বাকি ছিল। কচুয়াতেও কাজ হয়েছে, চাকলাতেও কাজ হয়েছে। এখন কিছু কাজ চাকলাতে চলছে। গেটের কাজ, ভিতরে ফুল মিষ্টি নিয়ে যাঁরা পুকুরের ধারে বসেন, তাঁদের ঘর করে দেওয়া হচ্ছে। ৫৬টা ঘর করে দেওয়া হবে ওই পুকুরের ধারে।  দোকানের জন্য যাতে তাঁদের কোনও সমস্যা না হয়, তাই এই উদ্যোগ। পাশাপাশি পুকুরটিও পুরোপুরি সংস্কার করা হবে জেলা পরিষদের তরফে।