দেশ

মুম্বাইয়ে তৈরির পথে সব থেকে বড় সেতু

largest bridge is being Arabian Sea

The Truth of bengal: আরব সাগরের বুকের উপর তৈরি হচ্ছে সব থেকে বড় সেতু। ১৬ কিলোমিটার দীর্ঘ এই সেতু। মুম্বই ট্রান্স হারবার লিঙ্ক নামের একটি প্রকল্পে সমুদ্রের ওপর দিয়ে ১৬ কিলোমিটার দীর্ঘ সেতু তৈরি করা হবে। মুম্বাই ও নাভির মধ্যে সংযোগ স্থাপন করা হচ্ছে এই সেতুর মাধ্যমে। এই সেতু দিয়ে মাত্র কুড়ি মিনিটে মুম্বাই থেকে নাভি পৌঁছানো যাবে। এছাড়াও মুম্বই-গোয়া হাইওয়ে, মুম্বই-পুনে এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষেত্রেও বেশ সুবিধা হবে সাধারণ মানুষের।

জানা যাচ্ছে এই সেতুর কাজ ৯৬ শতাংশ শেষ হয়ে গিয়েছে। সম্প্রতি মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটির কমিশনার ড. সঞ্জয় মুখোপাধ্যায় এই প্রকল্প সম্পর্কে খতিয়ে দেখেছেন। এই  প্রকল্পের কাজ দেখে তিনি অত্যন্ত খুশি। তিনি আশা করেছেন, খুব দ্রুত ওই কাজ শেষ হয়ে যাবে। কমিশনারের তরফ থেকে জানানো হয়েছে এই সেতুর কাজে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর টোল সংগ্রহ হবে অটোমেটিক সিস্টেমে, থাকবে ইনটেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমও।

আরো জানা যাচ্ছে যে, সেতু যেহেতু এক্কেবারে সমুদ্রের উপর দিয়ে যাবে তাই সেতুর সমস্ত লাইভ পোস্ট বিশেষভাবে তৈরি করা হচ্ছে। কোন ধরনের আবহাওয়াতেই যেন নষ্ট না হয় সেভাবেই তৈরি হবে এই লাইট পোস্টগুলি। আগামী ১০০ বছরেও যেনো কোন ক্ষতি না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। জাপানের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই সেতুতে। এছাড়াও জানা যাচ্ছে ১৮ হাজার কোটির এই প্রজেক্টের বেশিরভাগটাই দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি।

Related Articles