মালিতে অপহৃত পাঁচ ভারতীয়, দ্রুত দেশে ফেরাতে পদক্ষেপ বিদেশ মন্ত্রকের
ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার এবং দ্রুত তাঁদের সুরক্ষিতভাবে ফিরিয়ে আনতে কূটনৈতিক উদ্যোগ শুরু হয়েছে।
Truth Of Bengal: পশ্চিম আফ্রিকার দেশ মালি দীর্ঘদিন ধরেই অশান্ত ও সন্ত্রাসবাদে জর্জরিত। সেই অশান্ত দেশেই কাজ করতে গিয়ে পাঁচজন ভারতীয় নাগরিককে অপহরণ করা হয়েছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার এবং দ্রুত তাঁদের সুরক্ষিতভাবে ফিরিয়ে আনতে কূটনৈতিক উদ্যোগ শুরু হয়েছে।
সোমবার ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানায়, বামাকোতে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় প্রশাসন ও মালির কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছে, যাতে অপহৃতদের দ্রুত উদ্ধার করা যায়। মালিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের এক্স হ্যান্ডল থেকেও একটি পোস্ট করা হয়। সেখানে লেখা হয়, “গত ৬ নভেম্বর মালিতে পাঁচ ভারতীয় নাগরিক অপহৃত হয়েছেন বলে দূতাবাস জানে। স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থার সহযোগিতায় তাঁদের সুরক্ষিতভাবে দেশে ফেরানোর জন্য দূতাবাস কাজ করছে।”
নয়া দিল্লির তরফে আরও জানানো হয়েছে, বামাকোতে অবস্থিত ভারতীয় দূতাবাস মালির নিরাপত্তা সংস্থা এবং যে সংস্থার হয়ে ওই পাঁচজন কাজ করছিলেন, তাদের কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
উল্লেখ্য, মালি দীর্ঘদিন ধরেই ইসলামিক স্টেট (আইএস) এবং আল-কায়দা–র মতো সন্ত্রাসবাদী সংগঠনের তৎপরতায় অস্থির। ২০২০ সালে ক্ষমতায় আসা সামরিক শাসক জেনারেল আসিমি গোয়েটা প্রতিশ্রুতি দিয়েছিলেন সন্ত্রাস দমন ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার। কিন্তু বাস্তবে পরিস্থিতি আরও খারাপের দিকে গেছে।
এই অশান্ত পরিবেশেই একটি ঠিকাদারি সংস্থার অধীনে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন পাঁচ ভারতীয় শ্রমিক। তাঁদের হঠাৎই অপহরণ করা হয়। এখনও পর্যন্ত কে বা কারা এই অপহরণের সঙ্গে জড়িত, তা স্পষ্ট নয়। তবে ভারতীয় প্রশাসন আশাবাদী— স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় খুব শিগগিরই তাঁদের সুরক্ষিতভাবে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।





