দেশ

কোয়েম্বাটোরে ছাত্রীকে গণধর্ষণে অভিযুক্তদের পায়ে গুলি, গ্রেফতার ৩

অচেতন অবস্থায় নির্যাতিতাকে উদ্ধার করা হয়। এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন হাসপাতালে।

Truth Of Bengal: এক কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো তামিলনাড়ুর কোয়েম্বাটরে। ঘটনাটি ঘটে কোয়েম্বাটর বিমানবন্দরের কাছে। ৩ জনকে গ্রেফতার করা হয়েছে পুলিশের তরফ থেকে। সেখানকার পুলিশ কমিশনার সারাভানা সুন্দর মঙ্গলবার জানিয়েছেন যে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে, কিন্তু তাদের পায়ে গুলি চালিয়ে গ্রেফতার করা হয়। তবে এক কনস্টেবলও আহত হন সেই সময়ে।

জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় নির্যাতিতা তাঁর প্রেমিকের সঙ্গে গাড়িতে যাচ্ছিলেন। তখন সেই তিন অভিযুক্ত গাড়ির জানালা ভাঙ্গে এবং প্রেমিকের মাথায় আঘাত করে তরুণীকে জোর করে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। এখানেই শেষ নয়, আরও অভিযোগ, ৩ জনেই এসেছিল এক চুরি করা মোটরসাইকেলে। সোমবার সকালে অচেতন অবস্থায় নির্যাতিতাকে উদ্ধার করা হয়। এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন হাসপাতালে।

সেখানকার পুলিশ কমিশনারের বক্তব্য, “অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল ভেল্লাকিনারু এলাকা থেকে। তখন বাধ্য হয়ে পুলিশ তাদের পায়ে গুলি করে।” এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে গুনা, কারুপ্পাস্বামী এবং কার্তিক, ওরফে কালীশ্বরন, নামে ৩ জনকে এবং পাঠানো হয়েছে সরকারি হাসপাতালে। পাশাপাশি, এক হেড কনস্টেবলও এনকাউন্টারে আহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।

Related Articles