একাধিক ছিনতাইয়ের অভিযোগে এবার পুলিশের জালে মূল অভিযুক্ত
The main accused in multiple robberies is now in the police net

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া : নদিয়ার বিভিন্ন এলাকায় বারবার ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কে ছিলেন সাধারণ মানুষ। বারবার বৃদ্ধ-বৃদ্ধাদের লক্ষ করে ঘটছিল এই অপরাধ। এবার সেই চক্রের মূল অভিযুক্তকে গ্রেফতার করল রানাঘাট পুলিশ। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সঞ্জয় গোয়ালাকে (৫২)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সঞ্জয় উত্তর দিনাজপুর থেকে নদিয়ায় এসে রেলস্টেশন ও ব্যাংকের সামনে নজরদারি চালাত। টার্গেট করত একাকী, বয়স্ক গ্রাহকদের, যারা ব্যাংক থেকে মোটা অঙ্কের টাকা তুলে বাড়ি ফিরছেন। সুযোগ বুঝেই চালাত ছিনতাই।
এই চক্র শান্তিপুর, চাকদহ, রানাঘাট সহ একাধিক থানা এলাকায় সক্রিয় ছিল। পুলিশ সিসিটিভি ফুটেজ, গোপন সূত্র ও নজরদারির মাধ্যমে সঞ্জয়ের অবস্থান শনাক্ত করে। এরপর শান্তিপুর থানার একটি দল অভিযান চালিয়ে রাজগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে।
রবিবার রাতে ধৃতকে রানাঘাট আদালতে তোলা হয়, এবং পুলিশের পক্ষ থেকে ১০ দিনের হেফাজতের আবেদন জানানো হয়েছে। রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার সোমবার এক সাংবাদিক বৈঠকে বলেন, “অপরাধ করে কেউ রেহাই পাবে না। তারা যতই দূরে পালিয়ে থাকুক, খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” এই ঘটনায় স্থানীয় মানুষ স্বস্তি পেলেও পুলিশের পক্ষ থেকে আরও তদন্ত করে পুরো চক্রকে ধরার আশ্বাস দেওয়া হয়েছে।