বিষ্ণুপুরে অন্ধ যুবকদের নিয়ে অনুষ্ঠিত হলো ফুটবল প্রতিযোগিতা
Football competition held for blind youth in Bishnupur

Bangla Jago Desk: কৈলাস বিশ্বাস: বিষ্ণুপুর মহকুমা ক্রিয়া সংস্থার অভিনব উদ্যোগ। রাজ্যের চার জেলার অন্ধ যুবকদের নিয়ে অনুষ্ঠিত হলো ফুটবল প্রতিযোগিতা। খেলায় জয়লাভ করেছে দার্জিলিং ব্লাইন্ড ফুটবল টিম, ফুটবলের ভেতর রাখা হয় ঘুঙ্গুর বলের অবস্থান বোঝার জন্য।
বিষ্ণুপুর মহকুমা ক্রিয়া সংস্থানের উদ্যোগে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর বিএসএসএ স্টেডিয়ামে গতরাতে অনুষ্ঠিত হলো এক অভিনব ফুটবল প্রতিযোগিতা। রাজ্যের কোচবিহার, দার্জিলিং, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই চারটি জেলার অন্ধ যুবকদের ফুটবল টিম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয় কোচবিহার ও দার্জিলিং এর সঙ্গে। নির্ধারিত ১০ মিনিটে গোলশূন্য অবস্থায় দুটি দল থাকায় ট্রাইবেকারের মাধ্যমে খেলাটি সম্পন্ন হয়। ট্রাইবেকারে ১-০ গোলে জয়লাভ করে দার্জিলিং ব্লাইন্ড ফুটবল টীম।
এই খেলায় অভিনব নিয়ম অবলম্বন করে উদ্যোক্তারা। বলের ভেতরে ঘুঙ্গুর রাখা হয়েছিল যাতে করে শব্দ শুনে খেলোয়াড়রা বলের অবস্থান বুঝতে পারে। খেলায় প্রতিটি দলে ছিল ৬ জন করে খেলোয়াড়। এক এক জন খেলোয়াড় বিভিন্ন পার্সেন্টেজে অন্ধ হওয়ায় প্রত্যেকের চোখ কভার দিয়ে বেঁধে দেওয়া হয়। শুধুমাত্র গোলকিপারের চোখ খোলা ছিল। পাশাপাশি অভিনব ভাবে খেলোয়ারা নিজেদের অবস্থান বোঝাতে এবং বল রিসিভ করার জন্য Y কোর্ড ওয়ার্ড ব্যবহার করতে দেখা যায় খেলোয়ারদের মধ্যে।
খেলা শেষে ফাইনালিস্ট দুটি দলকে সুদৃশ্য ট্রফি দেওয়া হয়। বিষ্ণুপুর মহকুমা ক্রিয়া সংস্থার থেকে পশ্চিমবঙ্গ ব্লাইন্ড ফুটবল ফেডারেশনকে ৪১ হাজার টাকা তুলে দেওয়া হয় এই সমস্ত প্রতিভাবান খেলোয়ারদের উন্নয়নের কথা চিন্তা করে।