খেলা

‘ভগবানের দান’…কন্যার নাম ঘোষণা রাহুল-আথিয়ার

'God's gift'... Rahul-Athiya announce daughter's name

Truth Of Bengal: শুক্রবার তাঁর ৩৩তম জন্মদিন। বিশেষ এই দিনটিকে আরও স্মরণীয় করে রাখলেন বর্তমান ভারতীয় ক্রিকেটের মিঃ ডিপেন্ডবল কেএল রাহুল। গত মাসে তাঁর সদ্যজাত কন্যাসন্তানের নাম ও ছবি নিজের জন্মদিনেই সামনে এনে নাম ঘোষণা করলেন রাহুল-আথিয়া।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুক্রবার রাহুল ও আথিয়া একটি ছবি পোস্ট করে তাঁরা লেখেন, ‘গত ২৪ মার্চ আমাদের সংসার আলো করে আসা শিশুকন্যা আমাদের পরিবারের সবকিছু। ওর নাম রাখা হয়েছে ইভারা। যার অর্থ হল ঈশ্বরের দান।’ এর সঙ্গেই স্ত্রী আথিয়াকে নিয়ে একটি ছবিও পোস্ট করেন রাহুল।

২০২৩ সালে বলিউড অভিনেতা সুনীল শেঠির কন্যা আথিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কেএল রাহুল। গত একমাস আগে রাহুলপত্নী আথিয়া এক কন্যা সন্তানের জন্ম দেন। এবং আইপিএল চলার মাঝেই রাহুল বাবা হতে পারেন বলে জানিয়েছিলেন তাঁর শ্বশুর সুনীল শেঠি। অবশেষে সেটাই সত্যিতে পরিণত হয়েছিল। রাহুলের সংসারে কন্যা সন্তান আসার পরই আবার নিজের হারানো ফর্ম ফিরে পান এই দক্ষিণী ব্যাটার।

উল্লেখ্য, সন্তানসম্ভবা স্ত্রী আথিয়ার পাশে দাঁড়ানোর জন্যই রাহুল আইপিএল-এ তাঁর দল দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচে খেলতে পারেননি। আথিয়া কন্যা সন্তান জন্ম দেওয়ার পর আর সময় নষ্ট করেননি রাহুল। চটজলদি ফিরে এসে আইপিএল-এ তাঁর দল দিল্লি ক্যাপিটালসের শিবিরে যোগ দিয়েই পরবর্তীতে ম্যাচগুলিতে মাঠে নামতে শুরু করেন তিনি।

Related Articles