জেলায় জেলায় ঝড়-বৃষ্টি, স্বস্তি কলকাতাতেও
Storms and rain in various districts, relief in Kolkata too

Truth Of Bengal: আগেই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। আর সেই পূর্বাভাস মত বৃহস্পতিবার দুপুর থেকে কালো মেঘে ঢাকল আকাশ। কলকাতা –সহ একাধিক জায়াগায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। আর তাতেই তীব্র দাবদাহ থেকে কিছুটা হলেও স্বস্তি পেলেন বঙ্গবাসী।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা। সেইসময় বেশিরভাগ জেলাতেই বইবে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। সেইসঙ্গে রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা।
পূর্বাভাসে এও জানান হয়েছে ভারী বৃষ্টির হবে পূর্ব-বর্ধমান, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে। কালবৈশাখীর মতো পরিস্থিতি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান হুগলি ও হাওড়া জেলাতে। বলা বাহুল্য, শুধু দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গে একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
শুক্রবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা ঝড়ো বাতাস বইবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং মালদা ও দুই দিনাজপুর জেলাতে। ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড় বইবে। বর্তমানে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। আর এরফলে গোটা বাংলা জুড়ে রয়েছে ঝড়- বৃষ্টির সম্ভাবনা।