ডোমকলের কৃষিজমি থেকে উদ্ধার মৃতদেহ, ঘনাচ্ছে রহস্য
Body recovered from Domkal farmland, mystery deepens

Truth Of Bengal: ফাঁকা মাঠ থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার। আর এই ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ডোমকলে। তবে কী করে ওখানে এল দেহ তা এখন স্পষ্ট নয়। এই পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
এ ঘটনা বৃহস্পতিবার মুর্শিদাবাদের ডোমকলের ঘোড়ামারা মাঠ এলাকার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতের নাম আমিনুল মন্ডল, তার বাড়ি নিশ্চিন্তপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মাঠে যাওয়ায় সময় এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায় স্থানীয় কৃষকেরা। তারপরেই সাথে সাথে খবর দেই ডোমকল থানায়। ঐ খবর পেয়েই ঘটনাস্থল থেকে পুলিশ দেহ উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
এদিকে খবর পৌছায় মৃতের বাড়িতে। তবে পরিবার সূত্রে জানা যায় ওই ব্যক্তিকে কেউ বা কারা মেরে এই মাঠে ফেলেই দিয়ে গেছে। নিহত ওই ব্যক্তির পরিবারের তরফে দাবি, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারা হয়েছে। পুলিশ ঐ ঘটনার কারন খুঁজতে তদন্ত শুরু করেছে। সেইসঙ্গে পরিবারের সকলকে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ।