রাজ্যের খবর
বাজি তৈরীর লাইসেন্স ছিল? বিস্ফোরণ কান্ডে চাওয়া হল রিপোর্ট
Was there a license to make fireworks? Report sought in explosion case

Truth Of Bengal: জয় চক্রবর্তী: দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় বিস্ফোরণে ইতিমধ্যেই ৮ জনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে জেলা শাসকের কাছে রিপোর্ট চাইল নবান্ন। দ্রুত এই রিপোর্ট দিতে বলা হয়েছে। বাজি তৈরির বৈধ অনুমতি ছিল? বিষয়টি সম্পর্কে রিপোর্টে উল্লেখ করতে বলা হয়েছে। পাশাপাশি পুলিশের ভূমিকা সম্পর্কেও তথ্য দিতে বলা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।