
Truth Of Bengal: গোটা রাজ্যে নানা জায়গায় এমন দৃশ্যদূষণ নতুন নয়। তাই বলে বিধানসভা কক্ষে পান মশলা খেয়ে থুতু! এবার এমন দৃশ্য দেখা গেল যোগীরাজ্য উত্তর প্রদেশে। বিধানসভার অন্দরে একাধিক জায়গায় বিশেষ করে কোণের দিকে দেখা যায় পান মশলা খেয়ে থুতু ফেলে রাখার দৃশ্য।
আইন তৈরি হয় যেখানে সেখানে এমন অভব্যতা, শিষ্টাচারের অভাব! বিধায়কদের ফেলা সেই থুতু পরিষ্কার করালেন বিধানসভার স্পিকার। উত্তরপ্রদেশ বিধানসভার এই ঘটনায় সোরগোল পড়েছে। যেখানে আইন তৈরি হয়, সেখানে এমন ঘটনায় স্বভাবতই অস্বস্তিতে উত্তর প্রদেশ সরকার। বেকায়দায় রাজ্যের শাসক দল বিজেপি। মঙ্গলবার অধিবেশন শুরু হওয়ার আগে বিধানসভার সদস্যদের উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ দেন স্পিকার।
তিনি বলেন, ‘আমি নিজে দাঁড়িয়ে থেকে বিধানসভার মেঝে পরিষ্কার করিয়েছি। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে সেই বিধায়কদের যাঁরা গুটখা খেয়ে থুতু ফেলেছেন। তাঁদের নাম সামনে আনলে মানুষের কটাক্ষের মুখে পড়তে পারেন। তাই তাঁদের নাম সামনে আনছি না। যারা এই কাজ করছেন তাঁদের বাধা দেওয়ার দায়িত্ব অন্যদের। বিধানসভা কক্ষ পরিষ্কার রাখা আমাদের কর্তব্য।’ একটা রাজ্যে যখন এমন ছবি সামনে আসছে, সেখানে যেখানে-সেখানে পিক ফেলে দৃশ্য শোভা নষ্ট করার বদভ্যাস ঠেকাতে কড়া বাংলার সরকার। পান বা গুটখা ফেলে দৃশ্যদূষণ করার জন্য মোটা অঙ্কের জরিমানা করা হতে পারে।
প্রথমে হাজার টাকা পরে ২ হাজার থেকে ৫ হাজার টাকা জরিমানা করা হবে। রাজ্য সরকার পান বা গুটখার পিক ফেলে তিলোত্তমার রূপ লাবণ্য নষ্ট করা বা নান্দিকতাকে কালিমালিপ্ত করার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করতে বিল আনার কথা ভাবছে সরকার। তার আগে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়ে দেন, প্রশাসন কঠোর আইন লাগু করতে বদ্ধপরিকর। মানুষকে জানানোর জন্য হোর্ডিং লাগানো হয়েছে বিভিন্ন ভাষায়। লেখা আছে, আপনার শহরকে আপনি পরিষ্কার রাখুন। গুটখা নিষিদ্ধ করার কথা ভাবছে না উত্তর প্রদেশ সরকার। ভাব্বেই বা কী করে! যেখানে বিধায়করা গুটখা খেতে থুতু ফেলছেন বিধানসভার অন্দরে!