নস্টালজিয়া! গরুর গাড়িতে বউ নিয়ে এলেন আউসগ্রামের যুবক, ভাইরাল ভিডিও
Nostalgia! Ausgram youth brings his wife in a bullock cart, viral video

Truth Of Bengal: একটা সময় ছিল যখন মানুষের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য সুপরিচিত ছিল গরুর গাড়ি। কিন্তু বর্তমান প্রগতিশীল যুগে তা এখন প্রায় দেখায় যায় না। এদিকে যুবক জীবনানন্দ দে তার ছোটবেলায় গরুর গাড়ি চড়ার কথা মনে পড়তেই নস্টালজিক হয়ে পড়েন। এবার সেই নস্টালজিয়া তুলে ধরলেন নিজের বিয়েতে। পুরোনো দিনের ছোঁয়ায় শুরু করলেন নিজেদের দাম্পত্য জীবন। আর সেই ভিডিও এখন সমাজমাধ্যমে।
নস্টালজিয়া! গরুর গাড়িতে বউ নিয়ে এলেন আউসগ্রামের যুবক, ভাইরাল ভিডিও pic.twitter.com/WSQudU7QEb
— TOB DIGITAL (@DigitalTob) March 5, 2025
বর্তমানে শহর সংলগ্ন গ্রাম আর গঞ্জ নেই। ফিরেছে শহুরে সংস্কৃতি। বিয়ের অনুষ্ঠানে কখনও কখনও দেখা যায় কেউ বিয়ে করতে যাচ্ছেন পুরনো দিনের পালকিতে চড়ে। কেউ আবার রাজাদের মতো ঘোড়ার গাড়ি চড়ে। এগুলো তখনই সম্ভব যখন শ্বশুরবাড়ি কাছাকাছি হয়ে থাকে। এছাড়াও বিয়ের সাজে, খাবারের মেনু-সহ আনুষাঙ্গিক আয়োজনে অভিনবত্ব থাকে।
বিয়েতে দামি আধুনিক গাড়ির পরিবর্তে সুসজ্জিত গরুর গাড়িতে করে বিয়ে করতে যান ওই যুবক। বিয়ের পর নববধূকে সঙ্গে নিয়ে এই গরুর গাড়ি করে নিজের বাড়িতে ফিরলেন জীবনানন্দ। কোথাও কোথাও মানুষ মুচকি হেসেছে আর কোথাও বা পুরনো দিনের ছবি তুলে ধরার জন্য নববধূকে প্রশংসাই মুড়িয়ে দিয়েছেন।
এই যুবকের বাড়ি পূর্ব বর্ধমানের আউশগ্রামের ভেদিয়ায়। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কর্মরত। জীবনানন্দের স্ত্রী একজন স্কুল শিক্ষকের মেয়ে, নাম নিবেদিতা। বর্তমানে তিনি পড়াশোনার সঙ্গে বিভিন্ন চাকরির জন্য প্রস্তুতি চালাচ্ছেন। জীবনানন্দ ও নিবেদিতার এই নস্টালজিক প্রয়াস সমাজমাধ্যমে ছেড়ে গিয়েছে।