রাজ্যের খবর

জাতীয় সড়কে ছড়িয়ে ছিটিয়ে মেডিকেল কিট, উঠছে নানান প্রশ্ন

Medical kits scattered on national highways, raising various questions

Truth Of Bengal: জাতীয় সড়কের ধারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে অসংখ্য মেডিকেল কিট। ঘটনাটি ঘটে, নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানা এবং ধুবুলিয়া থানার মধ্যবর্তী ১২ নম্বর সড়কে। যেই রাস্তাটি করোনাকালে ব্যবহার করা হয়েছিল বলে এমনটাই ধারণা। সেইরকম সাদা মাক্স থেকে শুরু করে হাতে গ্লাভস ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রাস্তার ধারে। যা দেখে পথ চলতি মানুষ একপ্রকার আতঙ্কিত হয়ে পড়েছেন। কবে এই কিটগুলি ব্যবহার করা হয়েছিল তা সকলেরই অজানা।
করোনার সময় ব্যবহার করা হয়েছিল কিনা এই সমস্ত পড়ে থাকা কিটগুলো তাও কেউ জানে না। কোথা থেকে ঠিক এখানে এই সমস্ত কিট গুলো এল তা নিয়েও যথেষ্ট সন্দেহ প্রকাশ করছে সকলেই। তবে কি সেগুলো কোন গাড়ি থেকে এখানে পড়ে গেছে নাকি কেউ ইচ্ছাকৃতভাবে ফেলে রেখে গেছে তা নিয়ে চলছে সাধারণ মানুষের মধ্যে জোর জল্পনা।

Related Articles