গুজরাট থেকে গঙ্গারামপুরে লোক ঢুকিয়েছে, ভোটার তালিকা নিয়ে গুরুতর অভিযোগ মমতার
People from Gujarat have been brought into Gangarampur, Mamata makes serious allegations about voter list

Truth Of Bengal: মহারাষ্ট্র দিল্লিতে কায়দা করে জিতেছে বিজেপি। ভোটার তালিকায় ভুরি ভুরি ভূয়ো ভোটারের নাম ঢোকানো হয়েছিল। নির্বাচন কমিশনে নিজেদের লোক ঢুকিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঘনিষ্ঠ লোককে নির্বাচন কমিশনার করা হয়েছে। পশ্চিমবঙ্গেও সেই একই কায়দায় ভোটার তালিকাকে প্রভাবিত করার চেষ্টা চলছে।

তবে এসব কাজে আসবে না এরাজ্যে। ওদের এই চালাকি আমরা ধরবো। অনলাইনে কার সাদি করে ভুয়ো ভোটার ঢোকানোর প্রক্রিয়া চালাবে। কেন অনলাইনে ভোটারদের নাম নথিভুক্ত হবে প্রশ্ন তোলের মুখ্যমন্ত্রী? কেন সশরীরে হাজির হতে হবে না।
প্রত্যেকটা বুথে বুথে দলীয় কর্মীদের এ বিষয়ে নজরদারি চালানোর নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিম। যেখানে এ ধরনের গরম মিল হবে কড়া ব্যবস্থা নেওয়া হবে। দলের প্রতিটি স্তরের কর্মী নেতৃত্বকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন দলনেত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দিল্লিতে চালাকি করে জিতেছে। মহারাষ্ট্রে চালাকি করে জিতেছে। অনলাইনে ভুয়ো ভোটারের নাম ঢুকিয়ে বিরোধীদের হারিয়েছে। পশ্চিমবঙ্গে এসব করতে এলে যোগ্য জবাব পাবে। একই এপিকে বিহার হরিয়ানার ভোটারদের নাম পশ্চিম বাংলায়।

দক্ষিণ ২৪ পরগনা মুর্শিদাবাদে এধরনের প্রক্রিয়া চালানোর চেষ্টা করছে। জেলা নেতাদের সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো। মুর্শিদাবাদ গঙ্গারামপুরে এধরণের বুয়া ভোটারের নাম নথিভুক্ত হওয়ার চেষ্টা হয়েছে। গুজরাট থেকে গঙ্গারামপুর এর ভোটার তালিকায় নাম ঢোকানো হয়েছে। এজেন্সিতে ঢুকিয়ে অনলাইনে কারসাজি করা হচ্ছে। হরিয়ানা, গুজরাট, পাঞ্জাবের ভোটারের নাম অনলাইনে তোলা হচ্ছে বাংলার ভোটার তালিকায়।