আন্তর্জাতিক

কর্মরত অবস্থায় মৃত্যু হলেও মিলবে না সরাসরি চাকরি, নতুন নিয়ম জারি পাকিস্তানে

Death while working will not result in immediate job, new rules issued in Pakistan

Truth Of Bengal: পাকিস্তান সরকার সরকারি চাকরির ক্ষেত্রে বড় পরিবর্তন আনল। এতদিন পর্যন্ত কর্মরত অবস্থায় কোনও সরকারি চাকুরিজীবীর মৃত্যু হলে তার পরিবারের একজন সদস্যকে সরাসরি চাকরি দেওয়া হতো। সেই সদস্যকে কোনও প্রবেশিকা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে হতো না। তবে এবার সেই নিয়ম প্রত্যাহার করা হয়েছে।

গত বছরের ১৮ অক্টোবর পাকিস্তানের সুপ্রিম কোর্ট একটি রায়ে জানায়, এই নিয়ম অসাংবিধানিক এবং বৈষম্যমূলক। সেই রায়ের ভিত্তিতেই এবার পাক সরকার সরকারি চাকরির এই কোটা ব্যবস্থা তুলে দিল। ইতিমধ্যেই এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।

তবে, পাকিস্তান সরকার স্পষ্ট করেছে যে জঙ্গি হামলায় শহিদ হওয়া জওয়ান বা সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। এছাড়া, মৃত সরকারি কর্মচারীর পরিবারকে যে আর্থিক সাহায্য দেওয়া হয়, সেটিও বন্ধ করা হবে না বলে জানিয়েছে ইসলামাবাদ।

Related Articles