ফেব্রুয়ারিতেই ভারতের বাজারে আসতে চলেছে iQOO এর নয়া মডেলের স্মার্টফোন
iQOO's new smartphone model is set to hit the Indian market in February

Truth of Bengal: মৌ বসু: স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা Vivo-র সাব-ব্র্যান্ড iQOO ফেব্রুয়ারিতে বাজারে আনতে চলেছে নতুন স্মার্টফোন iQOO Neo 10 ৷ ভারতের বাজারে নয়া মডেলের স্মার্টফোন iQOO Neo 10R নামে লঞ্চ হবে।
iQOO Neo 10R -এর বেশকিছু স্পেসিফিকেশন ফাঁস হয়েছে ।
iQOO Neo 10R মডেলটিতে 6.78-ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকতে পারে। ফোনটি Qualcomm এর Snapdragon 8s Gen 3 চিপসেট থাকতে পারে । প্রাথমিকভাবে 8GB RAM এবং 128GB স্টোরেজ থাকতে পারে iQOO Neo 10R মডেলের স্মার্টফোনে। মডেলটিতে 50 MP Sony LYT-600 প্রাইমারি ক্যামেরা লেন্স-সহ ডুয়াল ক্যামেরা সেটআপ থাকতে পারে। এতে 16 এমপি ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে বলে মনে করা হচ্ছে ।
পাশপাশি 80W দ্রুত চার্জিং সাপোর্টের সুবিধাও থাকতে পারে ৷ এই মডেলটিতে 6400 mAh ব্যাটারি থাকতে পারে। iQOO Neo 10R-এর বেস মডেলটির দাম ভারতে ৩০ হাজার টাকার কম হতে পারে । টাইটানিয়াম এবং ব্লু হোয়াইট স্লাইস রঙে মিলতে পারে এই বিশেষ স্মার্টফোন।