সজোরে ধাক্কা ট্রাকের, নরেন্দ্রপুরে বেপরোয়া গতির বলি ১
A truck hit a person, causing a loss of life due to reckless speeding in Narendrapur.

Truth Of Bengal: রাতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় বলি এক। এমনই ঘটনা ঘটে, নরেন্দ্রপুর থানা এলাকার বোড়ালের সরল দীঘিতে। মৃত ওই ব্যাক্তির নাম জয়দেব পাল (৫৪)। তিনি স্থানীয় একটি কেক কারখানার শ্রমিক ছিলেন। নরেন্দ্রপুরের ভট্টাচার্য পাড়ায় তার বাড়ি।
শনিবার রাতে কাজ সেরে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় উল্টোদিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক ওই ব্যাক্তিকে সজোরে ধাক্কা মেরে ঘটনাস্থলেই পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বাসিন্দাদের অভিযোগ, সারারাত ধরে বেপরোয়াভাবে ওই এলাকায় গাড়ি চলাচল হয়। এছাড়া রাস্তায় কোনো আলোর ব্যবস্থা নেই। সিসিটিভি থাকলেও তা কাজ করছে না। দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে। এরই সুযোগ নিয়ে এলাকায় অসামাজিক কার্যকলাপ বাড়ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
খবর পেয়ে রাতে ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর বিশ্বজিৎ দাস। এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেন তিনি। তিনি জানিয়েছেন, রাস্তায় বাম্পার ও আলো নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে।
এরপর নরেন্দ্রপুর থানার পুলিশও সেখানে পৌঁছায়। এই ঘটনায় পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাতে নজরদারির অভাবেই এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় উত্তেজিত বাসিন্দারা ঘাতক গাড়িটিতে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পরিমাণ পুলিশ বাহিনী এলাকায় পৌঁছায়। এরপর ওই ঘাতক ট্রাকটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনায় চালক ও খালাসিকে আটক করেছে পুলিশ।