সম্পাদকীয়

কেন জাতীয় মেলা হবে না গঙ্গাসাগর

Why Gangasagar will not be a national fair

Truth Of Bengal: প্রায় এসেই গেল গঙ্গাসাগর মেলা। নির্বিঘ্নে মেলা আয়োজন করতে অনেক আগে থেকে মাঠে নেমে পড়ে প্রশাসন। সব প্রস্তুতি অনেক আগে থেকেই সেরে রাখা হয়। এবছরও তার ব্যতিক্রম হল না। কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। বিভিন্ন দফতর, পুলিশ, জেলা প্রশাসন কীভাবে কাজ করবে তার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নির্দেশের পর জনস্বাস্থ্য কারিগরি দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা গঙ্গাসাগর মেলা নিয়ে বেশ কয়েকবার বৈঠক করেছেন।

কোন কোন ব্যবস্থা থাকছে তা সরেজমিনে দেখার জন্য সাগরে ছুটে গিয়েছেন দফতরের দায়িত্বপ্রাপ্ত অফিসাররা। অর্থাৎ মেলা আয়োজনে কোনও খামতি যাতে না থাকে তার জন্য চেষ্টার কোনও ত্রুটি রাখছে না প্রশাসন। কলকাতার বাবুঘাট থেকে সাগরদ্বীপের গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে বিপুল আয়োজন করতে হয় রাজ্য সরকারকে। আর সেই আয়োজনে যা খরচ হয় তা সবই বহন করতে হয় রাজ্য সরকারকে। গোটা দেশ যে মেলায় এসে মিলিত হয়, সেই গঙ্গাসাগর মেলাকে বারবার জাতীয় মেলার স্বীকৃতি দেওয়ার দাবি উঠেছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এই দাবি করেছেন একাধিকবার। কিন্তু তাতে সাড়া দেয়নি কেন্দ্রের সরকার। কেন্দ্রের যা কিছু নজর তা সবই কুম্ভ মেলাকে কেন্দ্র করে। গঙ্গাসাগর মেলা জাতীয় মেলার স্বীকৃতি পেলে আয়োজনের খরচ থেকে শুরু করে পরিকাঠামোগত সব ব্যবস্থাপনা দেখার কথা কেন্দ্রের। রাজ্য সরকার সীমিত ক্ষমতা দিয়ে এতদিন সেই কাজ করে এসেছে।

এখন আগের থেকে অনেক উন্নত হয়েছে মেলার পরিকাঠামো। গঙ্গাসাগর যাওয়াও অনেক সহজ হয়েছে। এই মেলাকে ঘিরে রাজ্য সরকার যে কাজ করছে তা অকল্পনীয়। সেখানে জাতীয় মেলার স্বীকৃতি দিয়ে কেন্দ্র যদি এগিয়ে আসে তা হলে গঙ্গাসাগর মেলা আর অনেক বড় হতে পারে। প্রতিবার ভোটের সময় রাজ্যকে উন্নয়নে মুড়ে দেওয়ার স্বপ্ন দেখায় কেন্দ্রের শাসকদল। তবে সেটা যে শুধুমাত্র ভোট কেন্দ্রিক প্রতিশ্রুতি তা বারেবারে প্রমাণ হয়েছে।

Related Articles