দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ হারলেও নজির গড়লেন বাবর
Babar lost the match against South Africa and set an example.

Truth Of Bengal: শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়ানে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ৭ উইকেটে জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে পাকিস্তান হারের মুখ দেখলেও নতুন নজির গড়লেন পাক ক্রিকেটার বাবর আজম।
এই ম্যাচটিতে মাঠে নামার আগে তিন ফর্ম্যাটের ক্রিকেটে বাবরের মোট রান ছিল ১৩,৯৯৮। প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাক ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান আউট হয়ে প্যাভেলিয়নে ফিরে যেতে মাঠে আসেন বাবর আজম এবং প্রথম বলেই চার মেরে পঞ্চম পাক ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করে ফেললেন বাবর।
বাবরের আগে এই নজির গড়েছেন ইনজামান-উল-হক, ইউনিস খান, মহম্মদ ইউসুফ এবং জাভেদ মিয়াদাঁদ। বর্তমানে বাবরের সংগ্রহ ৩৩৮ রানের ইনিংস খেলে ১৪,০২৯ রান।
৫৫১ ইনিংসে ২০,৫৮০ রান নিয়ে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে রানসংখ্যায় সবার ওপরে ইনজামাম। ইউনিস ৪৯১ ইনিংসে ১৭,৭৯০ রান নিয়ে দ্বিতীয়। ৪৩২ ইনিংসে ১৭,৩০০ রান নিয়ে তৃতীয় ইউসুফ এবং চতুর্থ মিঁয়াদাদের সংগ্রহ ৪০৭ ইনিংসে ১৬,২১৩ রান।
এর পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেটে আরও একটি নজির গড়েছেন বাবর। এই সংস্করণে দ্রুততম ১১ হাজার রানের রেকর্ডের মালিক এক পাক ক্রিকেটার। ২৯৮ ইনিংস খেলে বাবরের সংগ্রহ ১১, ০২০ রান। এই নজির গড়ার সঙ্গে সঙ্গেই বাবর আজম ভেঙে দিয়েছেন প্রাক্তন ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেইলের রেকর্ড। এই রেকর্ড গড়তে গেইল খেলেছিলেন ৩১৪টি ইনিংস। অর্থ্যাৎ ৩০০ কম ইনিংস খেলে ১১ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেললেন বাবর।