অফিসে তালা, রাস্তায় বসে কাজ সামলাচ্ছেন আরাবুল
Locked in the office, working on the streets

Truth Of Bengal: জাহেদ মিস্ত্রী, দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ে তৃণমূলের শুরু থেকে দীর্ঘ এক যুগ ধরে ভাঙ্গড় দু’নম্বর বিডিও অফিসের পঞ্চায়েত সমিতির ঘরে বসে কাটিয়েছেন আরাবুল ইসলাম। আর ভাঙড় জুড়ে সেই অফিস আরাবুল ইসলামের চেনা পরিচিত অফিস হয়ে ওঠে মানুষের কাছে। কিন্তু মাঝখানে কেটে যায় কয়েকটা মাস আর, ভোট পরবর্তী হিংসায় জেলবন্দী হয় আরাবুল। তারপর সেই অফিস দখল করে বসে যায় শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা খয়রুল ইসলাম।
আর সেই অফিস ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয় আরাবুল। নিজের অফিসে বসতে না পেরে আজ আরাবুল ইসলাম ভাঙড় দু’নম্বর বিডিও অফিস চত্বরে টেবিল পেতে সাধারণ মানুষের পরিষেবায় ব্যস্ত হয়ে ওঠেন। তবে বিডিও অফিস সূত্রে জানা যায়, আরাবুল ইসলামকে অফিসের তিনতলায় বসার জায়গা করে দেওয়া হয়। কিন্তু আরাবুল ইসলাম সেখানে বসতে রাজি হননি এমনটাই জানা যায়।
তবে এ বিষয়ে শওকত মোল্লা ঘনিষ্ঠ তথা বনভূমির কর্মাধ্যক্ষ খয়রুল ইসলাম বলেন। যেই ঘরটি কারো বাবার সম্পত্তি নয় পঞ্চায়েত সমিতির সিদ্ধান্ত অনুযায়ী আমি এই ঘরে বসে আছি। আর ওনার একটি ঘর দিয়েছে বিডিও সাহেব কিন্তু উনি সেই ঘরে বসতে চাইছে না আরাবুল ইসলাম এখন নাটক করছে।